সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। আটক আরও এক চিকিৎসক। আজ বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থা। সে রাজ্যের করণ সিং নগর এলাকা থেকে ওই চিকিৎসককে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, তার নাম তাজমুল আহমেদ মালিক। শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত। তাজমুল আহমেদকে আটক করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। দিল্লি বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যে একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে। আগেই গ্রেপ্তার করা হয়েছে দুই চিকিৎসককে। ধৃতদের জেরা করেই তাজমুলের নাম হাতে এসেছে তদন্তকারীদের? দিল্লি বিস্ফোরণের সঙ্গে আটক তাজমুলের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
অন্যদিকে দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই ২০ গাড়ির গতিবিধি! বিস্ফোরণের আগে গাড়িটির সম্পূর্ণ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা। আর তা খতিয়ে দেখতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তকারীরা জানতে পারেন, ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসেই রাখা ছিল অভিশপ্ত গাড়িটি। গত ২৯ অক্টোবর থেকে প্রায় ১০ নভেম্বর পর্যন্ত তা রাখা ছিল। তাৎপর্যপূর্ণভাবে গাড়িটির পাশেই রাখা ধৃত আরও এক চিকিৎসক মুজ়াম্মিল আহমেদের গাড়িও। দুটি গাড়ি কেন পাশাপাশি রাখা ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকী কলেজ ক্যাম্পাসের মধ্যেই ঘাতক গাড়িটিকে বিস্ফোরক বোঝাই করা হয়েছে? তাও খতিয়ে দেখা হচ্ছে।
শুধু তাই নয়, লালকেল্লায় বিস্ফোরণের আগে গাড়িটিকে দিল্লির একাধিক ব্যস্ততম এলাকায় দেখা গিয়েছে বলে তদন্তে উঠে আসছে। বিশেষ করে ঘটনার দিন সকালে হরিয়ানার ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে দেখা গিয়েছিল। তাও একেবারে সকাল ৭টার সময়। এরপর দুপুরে টোল বুথ পেরিয়ে দিল্লিতে ঢোকে গাড়িটি। চালকের আসনে উমর নবি ছিলেন বলেই দাবি। পেশায় তিনিও একজন চিকিৎসক। শুধু তাই নয়, দিল্লি বিস্ফোরণের অন্যতম মাথা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দিল্লির অন্যতম ব্যস্ততম এলাকা কনট প্লেস এবং ময়ূর বিহারেও গাড়িটিকে দেখা গিয়েছে। কিন্তু সেই সমস্ত জনবহুল এলাকায় গাড়িটি কেন দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনবহুল এলাকাতে বিস্ফোরণের ছক ছিল? সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।
