সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের দুসপ্তাহ আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত পাঞ্জাব পুলিশের। এতদিন দিল্লি পুলিশের পাশাপাশি পাঞ্জাব পুলিশও নিরাপত্তা দিত কেজরিকে। ঘটনাচক্রে গত এক সপ্তাহে দুবার কেজরির উপর হামলার অভিযোগ উঠেছে। দুবারই অভিযোগের তির বিজেপির দিকে।
আসলে দিল্লির পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্র। রাজধানীর নিরাপত্তা সরাসরি নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। ভালো করে বলতে গেলে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব অমিত শাহর দপ্তরের। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাদের বক্তব্য, পাঞ্জাব পুলিশের কর্মীরা কেজরির সঙ্গে থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে।
তারপরই বৃহস্পতিবার রাতে পাঞ্জাব পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অরবিন্দ কেজরিওয়ালকে আর তারা নিরাপত্তা দেবে না। আপের দাবি, দিল্লি পুলিশ পাঞ্জাব পুলিশকে বাধ্য করেছে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করতে। আবার পালটা বিজেপি বলছে, পাঞ্জাব পুলিশকে ডেকে বাড়তি নিরাপত্তার প্রশ্নটা আসছে কেন? তাহলে কি দিল্লি পুলিশকে ভরসা করতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী? এই নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছে।
এদিকে শনিবারের পর বৃহস্পতিবারও কেজরির উপর হামলার অভিযোগ তুলেছে আপ। দিল্লির শাসকদলের দাবি, দিল্লির হরিনগর এলাকায় একটি জনসভা ছিল কেজরির। সেই জনসভায় যাওয়ার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিরোধী দলের কর্মীরা। আপের অভিযোগ, দিল্লি পুলিশের সমর্থনেই নাকি হামলা চালানোর সুযোগ পেয়েছে সেই দুষ্কৃতীরা। তারপরই কেজরির নিরাপত্তা কমে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ।