shono
Advertisement
Delhi

পথকুকুরের কামড়ে দিল্লি হাই কোর্টে যুুবতী, পুরসভার থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি

চলতি বছরের শুরুতে দিল্লির রাস্তায় পথকুকুরের আক্রমণের মুখে পড়েন যুবতী।
Published By: Kishore GhoshPosted: 05:40 PM Nov 06, 2025Updated: 05:42 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পথকুকুর নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন ঘটনা। চলতি বছরের শুরুতে দিল্লির রাস্তায় এক যুবতী পথকুকুরের আক্রমণের মুখে পড়েন। তিনি এর জন্য দিল্লি হাই কোর্টে মামলা করলেন। পুরসভার কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলেন। আবেদনপত্রে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতির কথা উল্লেখ করেছেন যুবতী।

Advertisement

চলতি বছরের মার্চ মাসের ঘটনা। দক্ষিণ দিল্লির মালব্য নগরের খিড়কি ভিলেজ রোডের কাছে মোটরসাইকেলের পিছনে বসে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা রাই। সেই সময় একদল পথকুকুর হামলা চালায় তাঁর উপরে। সম্প্রতি এই ঘটনায় দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন যুবতী। মামলা করে পুরসভার কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। কিন্তু কুকুরের হামলায় এত টাকা দাবি করেছেন কেন যুবতী?

আসলে ২০২৩ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট একটি নির্দেশিকা জারি করেছিল। যেখানে বলা হয়েছে, প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য দিতে হবে ২০ হাজার টাকা। প্রতিটি দাঁতের দাগ বাবদ ১০,০০০ টাকা করে দিতে হবে। প্রিয়াঙ্কা দাবি করেছেন, তাঁর শরীরে ৪২টি দাঁতের দাগ রয়েছে। আর সেই কারণেই মোট ৪.২ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। এছাড়াও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া এবং দীর্ঘ অসুস্থতার কারণে আরও ৩.৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন যুবতী। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, পথকুুকুরদের আশ্রয়কেন্দ্রেই পাঠানো উচিত কি? তাতে করে পুরসভাও জঞ্ঝাটের মধ্য়ে পড়বে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ দিল্লির মালব্য নগরের খিড়কি ভিলেজ রোডের কাছে মোটরসাইকেলের পিছনে বসে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা রাই।
  • আসলে ২০২৩ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট একটি নির্দেশিকা জারি করে।
Advertisement