সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ডিসেম্বর। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর মাত্র চারদিন পেরতে না পেরতেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। পাঁচ বছর পরে সেই দেবেন্দ্র ফড়ণবিসকেই দেখা যাচ্ছে কুরসির কাছাকাছি। আর সেই সময় ফিরে আসছে এক পুরনো ভিডিও। যেখানে এক কবিতা শুনিয়ে বিজেপি নেতা বলেছিলেন, তিনি সমুদ্র ফিরে আসবেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাজুটি এগিয়ে ২২৮ আসনে। তাদের প্রত্যাবর্তন যে স্রেফ সময়ের অপেক্ষা তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন পড়ে না। আর এই পরিস্থিতিতে ফিরে আসছে পাঁচ বছর আগের এক মুহূর্ত। উদ্ধব ঠাকরের কাছে হেরে সরে যাওয়ার পর বিরোধী নেতা নির্বাচিত হয়ে বিধানসভায় তিনি মারাঠি ভাষায় বলেছিলেন, ''মি পুনহা ইয়েন।'' অর্থাৎ 'আমি ফিরে আসব'। এর পরই তিনি বলেন, ''মেরা পানি উতারতে দেখ কিনারে পর ঘর মত বানা লেনা। ম্যায় সমন্দর হুঁ। লওট কর ভাপিস আউঙ্গা।'' যার বাংলা তর্জমা করতে দাঁড়ায়, 'আমার জল সরে গিয়েছে দেখে পাড়ে ঘরবাড়ি বানিয়ে ফেলো না। আমি সমুদ্র। ফিরে আসব।'
নতুন করে ভাইরাল হয়েছে এই ভিডিও। যা দেখে বহু নেটিজেন বলছেন, নিজের কথা রেখেছেন বিজেপি নেতা। তাঁর এই প্রত্যাবর্তন দেখে ভালো লাগছে। প্রসঙ্গত, নিজের কেন্দ্র নাগপুর দক্ষিণ পশ্চিমে ২৭ হাজার ৩৮৬ ভোটে এগিয়ে রয়েছেন ফড়ণবিস।
এদিকে পরিস্থিতি যা তাতে বিজেপির ‘একক’ মহিমা অনেকটাই বাড়বে মহারাষ্ট্রে। দি সত্যিই ১২৫টি আসন অন্তত তারা পেয়ে যায়, সেক্ষেত্রে যেটুকু আসন বাকি থাকবে সরকার গড়তে তা পেতে হলে অজিত পওয়ার কিংবা একনাথ শিণ্ডে শিবিরের উপরে অতটাও নির্ভর করতে হবে না। ফলে শিণ্ডে কিংবা অজিত, নয় মসনদে ফিরতে পারেন ফড়ণবিসই। এই সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে। শেষপর্যন্ত শিণ্ডের পরিবর্তে তিনিই তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন কিনা সেটাই দেখার।