সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহী স্নান। কুম্ভমেলা বলতেই যে কয়েকটি শব্দবন্ধ ফিরে ফিরে আসে তার মধ্যে অন্যতম এই শব্দ। কিন্তু এই নামে নাকি মুঘল-গন্ধ! এমনই অভিযোগ হিন্দুত্ববাদীদের। আর তাই হয়তো বদলে দেওয়া হবে এই নাম। বদলাতে পারে পেশওয়াই শব্দটিও।
সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব সম্ভবত মহাকুম্ভই। গত ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। মহাকুম্ভের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন। এর মধ্যেই আগামী ২৭ জানুয়ারি আয়োজিত হবে ধর্ম সংসদ। আর সেখানে অখিল ভারতীয় আখড়া পরিষদের তরফে নানা প্রস্তাব দেওয়া হবে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্ব হিন্দু পরিষদও। আর সেই সভাতেই উত্থাপিত হবে 'শাহী স্নান' ও 'পেশওয়াই'-এর মতো শব্দকে বদলে দেওয়ার প্রস্তাব। জানা যাচ্ছে, 'শাহী স্নান'-কে 'রাজসি স্নান' ও 'ছাউনি প্রবেশ' বলে হবে 'পেশওয়াই'-কে। প্রসঙ্গত, 'পেশওয়াই' হল কুম্ভে সন্ন্যাসীদের মিছিল।
অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী বলছেন, ''আমরা চাই সনাতন ধর্ম ও ঐতিহ্যের প্রচার। আর তাই আমাদের লক্ষ্য আমাদের ঐতিহ্যের মধ্যে যেখানে মুঘল যুগের প্রভাব রয়েছে সেগুলিকে দূর করা।'' তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রাথমিক ভাবে এই প্রস্তাব রাখেন। এবার সেটাই ধর্ম সংসদে উত্থাপন করে বিষয়টিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, মুসলিমদের ওয়াকফ বোর্ডের মতোই হিন্দুদের রক্ষার্থে সনাতন বোর্ড গঠন করার প্রস্তাব দেওয়া হবে সভায়। এর আগেই কেন্দ্রের কাছে এই ধাঁচের নানা আবেদন জমা পড়েছে বলে জানিয়ে তাঁর দাবি, ধর্ম সংসদে বিষয়টি আরও জোরালো আকার নেবে।