shono
Advertisement
Supreme Court

বিবাহে অসম্মতি আত্মহত্যায় প্ররোচনা নয়, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ছেলের বিয়ে নিয়ে আপত্তি করায় মহিলার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে।
Published By: Kishore GhoshPosted: 06:08 PM Jan 26, 2025Updated: 06:08 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহে অসম্মতি আত্মহত্যায় প্ররোচনা নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ছেলের প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল এক মহিলার বিরুদ্ধে। ওই মামলার শুনানিতে শীর্ষ আদালতে বিচারপতি বি ভি নাগারত্ন এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, বিবাহে অসম্মতি প্রকাশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০৬ ধারার অধীনে আত্মহত্যার প্ররোচনা নয়।

Advertisement

তরুণীর পরিবারের অভিযোগ ছিল, মহিলা ছেলের বিয়ে নিয়ে আপত্তি করেছিলেন বলেই আত্মহত্যা করেন তরুণী। এমনকী তাঁকে ভয়ংকর অপমান করেন মহিলা। যদিও আদালতের বক্তব্য, চার্জশিট ও সাক্ষীর বক্তব্য-সহ রেকর্ডে থাকা সব প্রমাণ সঠিক বলে ধরা হলেও অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ নেই। দুই বিচারপতির বেঞ্চ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এমন কোনও তথ্য প্রমাণ নেই যার বলে তাঁকে ৩০৬ ধারার আওতায় আনা যায়। তরুণীর আত্মহত্যা দুঃখজনক বটে, তবে মহিলার কারণে তাঁর কাছে আত্মহত্যা ছাড়া অন্য কোনও পথ ছিল না, এমনটা বলা যাবে না।

সুপ্রিম কোর্ট আরও জানায়, তরুণীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ছেলেকে চাপ দেননি মহিলা। বরং তরুণীর পরিবার এই সম্পর্ক নিয়ে অখুশি ছিলেন। সব দিক খতিয়ে দেখে মহিলা আত্মহত্যার প্ররোচনা দেননি বলেই মনে করেছে দুই বিচারপতির বেঞ্চ। আদালত মন্তব্য করেন, বিবাহে অসম্মতি মানেই আত্মহত্যায় প্ররোচনা নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্ট আরও জানায়, তরুণীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ছেলেকে চাপ দেননি মহিলা।
  • মামলা উঠেছিল বিচারপতি বি ভি নাগারত্ন এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে।
Advertisement