সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হুসেন রানাকে হাতে পেতে আর কোনও বাধা রইল না ভারতের। আমেরিকার আদালত আগেই তাহাউর রানার প্রত্যর্পণে সায় দিয়েছিল। এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, "ভয়ঙ্কর মানুষ রানাকে দ্রুত ভারতের হাতে তুলে দেওয়া হবে। বিশ্বজুড়ে ইসলামিক সন্ত্রাস রুখতে যৌথভাবে কাজ করবে ভারত-আমেরিকা।" পালটা ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদিও।
২৬/১১ কাণ্ডের অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা এখন আমেরিকায় জেল খাটছে। মুম্বইয়ে হওয়া ওই ভয়াবহ হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায ফের তাকে গ্রেপ্তার করা হয়। গত বছর আগস্ট মাসে মার্কিন কোর্ট অফ আপিল ফর নাইনথ সার্কিট তাহাউরের প্রত্যর্পণে সায় দেয়।
ভারতীয় সময় শুক্রবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "বিশ্বজুড়ে ইসলামিক সন্ত্রাসবাদ রুখতে ভারত ও আমেরিকা অভূতপূর্ব সমন্বয়ের সঙ্গে কাজ করবে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে আমার সরকার ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ভয়ঙ্করতম মানুষগুলোর মধ্যে অন্যতম ওই ব্যক্তি ভারতের বিচারব্যবস্থার সম্মুখীন হবে।"
প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমরা সন্ত্রাসবাদ রুখতে একে অপরকে সাহায্য করব। অন্তর্দেশীয় সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের প্রয়োজন। তাহাউর রানাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। এবার সুবিচার হবে।" রানাকে হাতে পাওয়া নিঃসন্দেহে ভারতের জন্য বড় কূটনৈতিক জয়।