shono
Advertisement
Madhya Pradesh

নেশায় চুর! শিক্ষককে পিষল পুলিশকর্মীর গাড়ি, আহত স্ত্রী-সহ দুই সন্তান

সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে।
Published By: Subhankar PatraPosted: 05:51 PM Nov 08, 2025Updated: 08:15 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে শিক্ষককে পিষে মারার অভিযোগ উঠল খোদ পুলিশকর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন মৃত শিক্ষকের স্ত্রী ও তাঁর দুই শিশু সন্তান। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

Advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমুচ-জাওয়াদ রোডে, ভরভাদিয়া গ্রামের কাছে। অভিযুক্ত পুলিশকর্মীর নাম মনোজ যাদব। তিনি পুলিশের সাব-ইনস্পেক্টর পদে কর্মরত। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই পুলিশকর্মী গাড়ি চালিয়ে পরপর কয়েকটি বাইকে ধাক্কা মারে। সেই সময় স্ত্রী সন্তানদের নিয়ে বাজার থেকে সবজি কিনে বাড়ি ফিরছিলেন শিক্ষক দশরথ (৪২)। সেই সময় বাকি কয়েকটি বাইকের সঙ্গে তাঁর বাইকেও ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি। রাস্তায় ছিটকে পড়েন দশরথ তাঁর স্ত্রী ললিতা বাই (৩৫) দুই সন্তান (১০) ও জয়া (৬)। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দশরথকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত মনোজ যাদবের গ্রেপ্তারের দাবিতে সরব হন তাঁরা। এক প্রত্যক্ষদর্শী জানান, "পুলিশকর্মীর শরীর থেকে মদের গন্ধ বেরচ্ছিল।  চারপাশ রক্তে ভাসছিল।" অভিযুক্তের গাড়ি থেকে গ্লাস ও খালি মদের বোতল পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশকর্তারা অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে শিক্ষককে পিষে মারার অভিযোগ উঠল খোদ পুলিশকর্মীর বিরুদ্ধে।
  • গুরুতর আহত হয়েছেন মৃত শিক্ষকের স্ত্রী ও তাঁর দুই শিশু সন্তান।
  • তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement