shono
Advertisement
VHP

'জন্মহার কমছে হিন্দুদের মধ্যে, পরিবার পিছু তিনটি করে সন্তান চাই', দাবি বিশ্ব হিন্দু পরিষদের

প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে এমন দাবি করেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক।
Published By: Biswadip DeyPosted: 09:18 AM Jan 26, 2025Updated: 09:18 AM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের মধ্যে জন্মহার কমছে হু হু করে। তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকতে হবে। শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা এমনই দাবি করলেন।

Advertisement

এদিন বজরংলালকে বলতে শোনা গিয়েছে, ''হিন্দুদের জন্মহার কমে যাওয়ার ফলে দেশের হিন্দু জনসংখ্যা কমছে। আমাদের শ্রদ্ধেয় সাধুরা হিন্দু সমাজের কাছে আবেদন করেছে, প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকতে হবে। ভারতে অনেকেই হিন্দুদের আক্রমণ করে হুমকি দিচ্ছে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা হবে বলে। দেশের হিন্দুদের এই নিয়ে গভীর ভাবে ভাবতে হবে। ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি সংস্কারমূলক আইন আনছে।''

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। আর সেই উপলক্ষেই এদিনের এই সভা। যেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি বলেন, মহাকুম্ভে সনাতন ভারতবর্ষই প্রতিফলিত হচ্ছে। গোটা বিশ্ব তা দেখেছে। সেই সঙ্গেই তাঁর কথায় উঠে আসে রামলালার অভিষেক প্রসঙ্গ। যোগীর কথায়, ''আমাদের স্মরণ করতে হবে অশোক সিঙ্ঘলকে, যিনি আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর আত্মা নিশ্চয়ই সব দেখতে পাচ্ছেন। ৫০০ বছর ধরে সনাতন ধর্ম যার প্রতীক্ষা করেছে সেই রামলালাকে তাঁর জন্মস্থানে অধিষ্ঠিত করা সম্ভব হয়েছে।'' যোগী বলেন, মহাকুম্ভের এই মহাযজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মের প্রধান মূল্যবোধ সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে শান্তি এবং সমৃদ্ধির ছবিও ফুটে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিন্দুদের মধ্যে জন্মহার কমছে হু হু করে।
  • তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকতে হবে।
  • শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা এমনই দাবি করলেন।
Advertisement