shono
Advertisement
Tirupati temple

ফের শিরোনামে তিরুপতি, এবার মন্দিরের লাড্ডু কাউন্টারে দাউদাউ আগুন

গত সপ্তাহে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর হয় তিরুপতি মন্দিরে।
Published By: Amit Kumar DasPosted: 07:49 PM Jan 13, 2025Updated: 07:55 PM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির। সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মন্দিরের লাড্ডু কাউন্টারে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রসাদ নিতে আসা ভক্তরা। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Advertisement

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো সোমবারও মন্দিরের লাড্ডু কাউন্টার থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল ভক্তদের। সেই সময় কাউন্টারের পাশেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। আগুন লাগে কাউন্টারের একাংশে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভান। দমকলের তরফে জানা যাচ্ছে, কম্পিউটার সেটআপের সঙ্গে যুক্ত ইউপিএসে শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে।

মাত্র ৫ দিন আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এই তিরুপতি মন্দিরে। গত ৮ জানুয়ারি মন্দিরের বৈকুন্ঠ দ্বার দর্শনের টিকিট কেন্দ্রের পাশে প্রবল ভিড় ও হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের। পাশাপাশি আহত হন আরও ৪০ জন। ১০ দিন পর তিরুপতির বিশেষ দর্শন উপলক্ষে টিকিট বিলি করছিল মন্দির কর্তৃপক্ষ। সেই টিকিট পেতে প্রবল ভিড় জমে ওই কাউন্টারে। সেই ভিড় হঠাৎ বিশৃঙ্খল হয়ে পড়ে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। মাত্র ৫ দিন আগের ভয়াবহতার রেশ কাটতে না কাটতে ফের আতঙ্ক তিরুপতিতে।

উল্লেখ্য, গত বছর থেকে বার বার সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে দ্রাবিড়ভূমের প্রসিদ্ধ এই তীর্থস্থান। এর আগে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছিল। অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন সনাতনীরা। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়। যদিও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। তার পর থেকে বার বার বিতর্ক ও দুর্ঘটনায় শিরোনামে উঠে এসেছে এই মন্দির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির।
  • সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মন্দিরের লাড্ডু কাউন্টারে।
  • প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা
Advertisement