shono
Advertisement
Afghanistan

'আমেরিকা-রাশিয়াকে জিজ্ঞেস করুন', ভারতে বসেই পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর

প্রথম ভারত সফরে তালিবান বিদেশমন্ত্রী বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।
Published By: Anustup Roy BarmanPosted: 09:31 AM Oct 11, 2025Updated: 09:33 AM Oct 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাচীনকাল থেকেই বিদেশি শক্তির বধ্যভূমি হয়ে থেকেছে আফগানিস্তান। রাশিয়া থেকে শুরু করে আমেরিকা বহু দেশ চেষ্টা করেছে এই ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করার। প্রতিবার বিদেশি শক্তিকে পরাস্ত করে শাসকের মসনদে বসেছে তালিবান। ভারতের মাটি থেকে এবার সরাসরি পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের। আফগানিস্তাকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সাংবাদিক সম্মেলনে মুত্তাকির সরাসরি হুশিয়ারি, 'আফগানদের সাহসকে পরখ করার চেষ্টা করবেন না। আমেরিকা-রাশিয়াকে জিজ্ঞেস করুন।"

Advertisement

বৃহস্পতিবার রাতে, কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে, কাবুলে তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)-এর ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। মুত্তাকি জানিয়েছেন, "সীমান্তের কাছে দুর্গম এলাকায় হামলা চালানো হয়েছে। আমরা মনে করি পাকিস্তান ভুল করেছে। প্রায় ৪০ বছর পরে অবশেষে উন্নতি এবং শান্তির পথে এগোচ্ছে আফগানিস্তান। আফগানদের সাহসের পরীক্ষা না নেওয়াই ভালো। যদি কেউ তা করতে চায়, তাহলে আগে আমেরিকা, ন্যাটো এবং রাশিয়াকে প্রশ্ন করা উচিত। তারাই সবথেকে ভালো বলতে পারবে আফগানিস্তান কী করতে পারে।"

সাম্প্রতিক অতীতে চিড় ধরেছে আফগান-পাক সম্পর্কে। সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার অভিযোগ তুলেছে দুই পক্ষই। দুই দেশের সরকারের সম্পর্কের ফাটলকে কাজে লাগাতে এবার উদ্যোগী হয়েছে ভারত। প্রথমবার ভারত সফরে এসেছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের শিকার হয়েছে ভারত-আফগানিস্তান দুই দেশই! তাই সন্ত্রাসদমনে নয়াদিল্লি-কাবুলের একজোট হয়ে কাজ করা উচিত। তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক বৈঠকে এমনটাই জানালেন এস জয়শংকর। একই ইস্যুতে পাকিস্তানকে সরাসরি তোপ দেগে মুত্তাকি বলেন, "আমরা পাকিস্তান সরকারকে সতর্ক করতে চাই, এই পদ্ধতিতে সমস্যার সমাধান হবে না। আফগান ভূখণ্ডে পাকিস্তানের যেকোনও কার্যকলাপের নিন্দা জানাই। আফগান জনগণের ধৈর্য এবং সাহসকে চ্যালেঞ্জ করা উচিত নয়।"

তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শংকর আরও জানিয়েছেন, খুব দ্রুত কাবুলে পুরোমাপের দূতাবাস চালু করে দেবে ভারত। এছাড়াও আফগানিস্তানের স্বাস্থ্যখাতে নতুন ৬টি প্রকল্প শুরু করা হবে ভারতের তরফে 'বন্ধুত্বে'র নিদর্শন হিসাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের মাটি থেকে সরাসরি পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের।
  • আফগান ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না: মুত্তাকি।
  • আফগানদের সাহসকে পরখ করার চেষ্টা করবেন না: মুত্তাকি।
Advertisement