shono
Advertisement
Gujarat

মর্মান্তিক! খেলতে গিয়ে ওয়াড্রোবে বন্দি, একলা ঘরে শ্বাসরোধ হয়ে মৃত্যু শিশুকন্যার

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 06:31 PM Nov 08, 2025Updated: 08:19 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা গিয়েছেন কাজে। ঘরের কাজে ছাদে উঠেছিলেন মা। ঘরেই একাই ছিল বছর ছয়ের আয়েশা। টিভি দেখছিল সে। তারপর খেলতে খেলতে কোনওভাবে ওয়াড্রোবের ভিতরে ঢুকে যায় শিশুটি। আর তাতেই শ্বাস আটকে মর্মান্তিক মৃত্যু  ছোট্ট আয়েশার। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

Advertisement

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানা জেলায়। আদতে মহারাষ্ট্রের বাসিন্দা তুষারভাই সুরভেবংশী দীর্ঘদিন ধরেই থাকছিলেন গুজরাটে। পরিবার বলতে স্ত্রী ও কন্যা। ঘটনার দিন প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন তিনি। স্ত্রী স্বাতীবেন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ঘরেই খেলা করছিল তাঁদের কন্যা আয়েশা। মেয়েকে টিভির সামনে বসিয়ে ছাদ পরিষ্কার করতে উপরে ওঠেন স্বাতীবেন। ছাদ থেকে ফিরে মেয়েকে খুঁজে পাননি তিনি। ঘরজুড়ে তল্লাশি শুরু করেন।

সন্দেহ হওয়ায় ওয়াড্রোব খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। ওয়ারড্রোবের মধ্যে মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তিনি। স্বাতীবেনের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা আয়েশাকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খেলতে খেলতে কোনওমতে ওয়াড্রোবে ঢুকে গিয়েছিল আয়েশা। দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবা গিয়েছেন কাজে। ঘরের কাজে ছাদে উঠেছিলেন মা।
  • ঘরেই একাই ছিল বছর ছয়ের আয়েশা। টিভি দেখছিল সে। তারপর খেলতে খেলতে কোনওভাবে ওয়ারড্রোবে ভিতরে ঢুকে যায় শিশুটি।
  • আর তাতেই শ্বাস আটকে মর্মান্তিক মৃত্যু  ছোট্ট আয়েশার। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
Advertisement