shono
Advertisement

রেপো রেট বৃদ্ধির জের, উৎসবের মরশুমে আকাশছোঁয়া সোনার দাম

সোনার দাম বাড়ায় চিন্তিত মধ্যবিত্তরা।
Posted: 09:18 PM Sep 30, 2022Updated: 09:23 PM Sep 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে আরও দামী সোনা। রেপো রেট বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সোনার দাম। বর্তমানে ৫০ হাজারের গণ্ডি পেরল সোনা।

Advertisement

শুক্রবার বাজার খোলার সময় ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৯৭১। রেপো রেট বৃদ্ধির পরই সোনার দাম ঊর্ধ্বমুখী হয়। দাম বেড়ে দাঁড়ায় ৫১ হাজার ৮১৫ টাকা। রুপোর দামও বেড়েছে হু হু করে। সোনার দাম নিয়ে মধ্যবিত্ত বরাবরই বড় চিন্তিত। কারণ, সোনার ঊর্ধ্বমুখী বাজারদর মধ্যবিত্ত গয়নাপ্রেমীদের হাতে ছেঁকা লাগার মতোই। রেপো রেট বৃদ্ধিতে সোনার দাম বাড়ায় আরও চিন্তিত মধ্যবিত্তরা। পুজো মিটলেই দীপাবলি। ধনতেরাসে শুরু হবে গয়না কেনার হিড়িক। তবে সে সময় গয়না কেনা যাবে কিনা, তা নিয়ে চিন্তিত বাঙালি।

[আরও পড়ুন: বিপক্ষে ‘হাইকম্যান্ডের প্রার্থী’, কংগ্রেস সভাপতি নির্বাচনে কেন পিছিয়ে শশী থারুর?]

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টাকার দামে রেকর্ড পতন হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে রেপো রেট। শুক্রবার আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হল সুদের হার। বিশ্ববাজারে অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা বজায় রাখার কারণেই রেপো রেট বাড়াতে বাধ্য হয়েছে আরবিআই।

রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি কমিটির বৈঠকে সকল সদস্যই রেপো রেট বাড়ানোর পক্ষেই সওয়াল করেছেন। প্রসঙ্গত, চলতি বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত ১৪০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। চলতি বছরে মুদ্রাস্ফীতির হার ৫.৪ শতাংশ ছুঁয়েছে, যার পরিমাণ আরবিআইয়ের উর্ধ্বসীমা পার করে গিয়েছে।

[আরও পড়ুন: আটজন মিলে নাবালিকাকে গণধর্ষণ, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হল অত্যাচারের ভিডিও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement