shono
Advertisement
Nitin Gadkari

সেবার মূল্য! দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলেই পুরস্কার, বড় ঘোষণা গড়করির

আহতদের সাহায্যে কত টাকা পুরস্কার দিতে চলেছে সরকার?
Published By: Amit Kumar DasPosted: 03:28 PM Jan 13, 2025Updated: 03:28 PM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্য অর্জন সঙ্গে সঙ্গে মিলবে বড় পুরস্কারও। পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়করি। মূলত, রাস্তায় দুর্ঘটনায় আহত কাউকে দেখে পথচারিরা যাতে মুখ ফিরিয়ে চলে না যান তার জন্যই এই উদ্যোগ সরকারের।

Advertisement

দেশজুড়ে বেড়ে চলা পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ২০২১ সালে এক প্রকল্প চালু করা হয়েছিল কেন্দ্রের তরফে। যার মাধ্যমে দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই ব্যক্তিকে ৫ হাজার টাকা ও প্রশংসাপত্র দেওয়া হত। মূলত দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে 'গোল্ডেন আওয়ার' হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে আহত হাসপাতালে চিকিৎসা পেলে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে উৎসাহ দিতে এবার এই পুরস্কারের টাকা বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

সম্প্রতি নাগপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়করি। সেখানেই তিনি জানান, "আহতদের হাসপাতালে নিয়ে যেতে বর্তমানে যে পুরস্কার দেওয়া হয় তা যথেষ্ট নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি 'গুড সামারিটান'-এর মাধ্যমে আহতকে গুরুত্বপূর্ণ ওই এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের টাকা বাড়িয়ে ৫ হাজার থেকে ২৫ হাজার করা হবে।" উল্লেখ্য, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পথ দুর্ঘটনায় কেউ আহত হলে পাশ কাটিয়ে চলে যান সাধারণ মানুষ। এই ঘটনা নাগরিক সমাজের চরম অমানবিকতা তো বটেই, পাশাপাশি আইনি ঝঞ্ঝাটে পড়ার আশঙ্কাও কাজ করে সাধারণ মানুষের মধ্যে। সেই সমস্যাকে দূরে সরিয়ে সাধারণ মানুষ যাতে আহতের প্রাণ বাঁচাতে উদ্যোগী হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।

উল্লেখ্য, সম্প্রতি নীতীন গড়করি ঘোষণা করেছেন পথ দুর্ঘটনায় আহতদের দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, গত বছর মার্চ মাসে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল প্রকল্পটি। চলতি বছরের মার্চ থেকে দেশজুড়ে তা চালু করা হবে। নয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনও রাস্তায় গাড়ি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার।
  • সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়করি।
  • রাস্তায় দুর্ঘটনায় আহত কাউকে দেখে পথচারিরা যাতে মুখ ফিরিয়ে চলে না যান তার জন্যই এই উদ্যোগ সরকারের।
Advertisement