সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই মন্তব্য করতে শোনা গিয়েছিল রাহুল গান্ধীকে। কংগ্রেস নেতার এহেন মন্তব্যে অবশেষে প্রতিক্রিয়া জানাল মোদি সরকার। এমন মন্তব্য দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য বিদেশমন্ত্রকের।
কিছুদিন আগে মহারাষ্ট্রের অমরাবতীতে ভোটপ্রচারে জনসভায় রাহুল বলেন, ''আমার বোন আমাকে বলছিল ও মোদিজির ভাষণ শুনেছে। আর সেখানে আমরা যা বলি, মোদিজি সেকথাই বলেছেন। আমি জানি না। মনে হয় উনি স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনও কথা বলার সময় ভুলে যান। তাঁকে পিছন থেকে মনে করিয়ে দিতে হয়। উনি নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন। একই ভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতিশক্তি হারিয়েছেন।'' সেই সঙ্গে তিনি আরও বলেন, ''গত এক বছর ধরে আমি বলে চলেছি বিজেপি তাদের ভাষণে সংবিধানকে আক্রমণ করে চলেছে। কিন্তু মোদি বলছেন কংগ্রেসই নাকি সংবিধানকে আক্রমণ করছে। উনি জানতে পেরেছেন মানুষ ক্ষুব্ধ। তাই উনি বলছেন আমি নাকি সংবিধানকে আক্রমণ করছি।''
রাহুলের এহেন মন্তব্যের জবাব দিতে এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ''ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বহুমুখী। আর সেই সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে পারস্পরিক সম্মান, অঙ্গীকার, একাত্মবোধ ও ঐকান্তিকতার উপরে। আমরা এই ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেই দেখছি।'' তাঁর মতে এহেন মন্তব্য কখনওই আমেরিকার প্রতি ভারত সরকারের মনোভাবের প্রতিনিধিত্বমূলক নয়।