shono
Advertisement

Breaking News

Nagpur

শেয়ার বাজারে টাকা খোয়ানোর জের! এসপির বাড়ির সামনে নিজেকে গুলি কনস্টেবলের

আহত ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান খোদ পুলিশ সুপার।
Published By: Amit Kumar DasPosted: 10:00 PM Jan 18, 2025Updated: 10:00 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে বিপুল টাকার লোকসানের জেরে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের! তাও আবার পুলিশ সুপারের বাড়ির সামনে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। শেয়ার বাজারে লোকসানের জেরে এই কাণ্ড, নাকি এই পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫০ বছর বয়সি ওই হেড কনস্টেবলের নাম বিশাল তুমসারে। নাগপুরে পুলিশ সুপারের বাড়ির নিরাপত্তায় নিযুক্ত ছিলেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবারও ডিউটিতে ছিলেন তিনি। সকাল ৬টা নাগাদ হঠাৎ নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেন তিনি। সাত সকালে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। বাইরে বেরিয়ে আসেন পুলিশ সুপার হর্ষ পোদ্দার। তড়িঘড়ি আহত ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শেয়ার বাজারে বিপুল লোকসান সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পুলিশ সুপার জানান, তাঁর বাড়িতে ঢোকার গেটের সামনে একটি রেজিস্টার খাতা রয়েছে। সেখান থেকে একটি নোট উদ্ধার হয়েছে। যাতে বিশাল লিখেছেন, সম্প্রতি শেয়ার বাজারে বিপুল লোকসান হয়েছে তাঁর। এই কারণেই কি আত্মহত্যার চেষ্টা করেছেন বিশাল, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ঠানে গ্রামীণ পুলিশে নিযুক্ত রয়েছেন হেড কনস্টেবল বিশাল তুমসারে। তার আগে স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সেও ছিলেন তিনি। সম্প্রতি নাগপুরে হিঙ্গনা থানার অধীনে বৃ্ন্দাবন এলাকায় পুলিশ সুপারের বাড়ির নিরাপত্তায় নিযুক্ত করা হয় বিশালকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সুপারের বাড়ির সামনে নিজেকে গুলি কনস্টেবলের।
  • গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
Advertisement