shono
Advertisement

মাস্কে ঢাকা মুখে লালকেল্লায় স্বাধীনতা দিবসের মহড়া, দেখুন ভিডিও

করোনার আবহে আর কী কী পালটাবে? The post মাস্কে ঢাকা মুখে লালকেল্লায় স্বাধীনতা দিবসের মহড়া, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:37 PM Aug 13, 2020Updated: 04:22 PM Aug 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের দিনের পর মাঝে আর মাত্র একটি দিন। তারপরই ১৫ আগস্ট। ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবস। এবারে স্বাধীনতা দিবস ভিন্ন। করোনার প্রকোপে পালটে গিয়েছে চারপাশ। প্রভাব পড়েছে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের মহড়াতেও। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।

Advertisement

 

[আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’, স্বস্তির খবর দিলেন ছেলে অভিজিৎ]

বৃষ্টি ভেজা দিল্লিতে স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্যবারের মতোই সেজে উঠছে লালকেল্লা। ভিডিওর শুরুতে একথা মনে হতেই পারে। ঐতিহ্যবাহী কেল্লায় সগর্বে উড়ছে জাতীয় পতাকা। নিচে জাতীয় পতাকার দিকে তাকিয়ে উর্দিধারীরা। সামনে ছাতা মাথায় দেওয়া দর্শককের সারি। প্রেক্ষাপটে বাজছে জাতীয় সঙ্গীত। তা শেষ হতেই শুরু হল মহড়া। এ পর্যন্ত সব ঠিকই ছিল। উর্দিধারীরা বায়ে মুড়তেই চোখে পড়ল পরিবর্তন। প্রত্যেকের মুখ মাস্কের আবরণে ঢাকা। প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা হয়েছে। করোনার আবহে এভাবেই ১৫ আগস্টের মহড়া সারছেন প্রত্যেকে।

[আরও পড়ুন: রেকর্ড ভেঙে একদিনে করোনার কবলে ৬৭ হাজার, দেশে মোট আক্রান্ত ২৪ লক্ষ ছুঁইছুঁই]

করোনা পরিস্থিতিতে এবার দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এবার তা বড়জোর হাজার হতে পারে বলে জানা গিয়েছে সুত্র মারফত। তবে আবশ্যিক প্রথা পালন করা হবে। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হবে। পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তা শেষ হলেই জাতীয় সঙ্গীত বাজানো হবে। আকাশে ওড়ানো হবে বেলুন। শোনা গিয়েছে, এবারে করোনা যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।

এমনিতেই চলতি বছরে, করোনার আবহে স্বাধীনতা দিবস পালন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠানো হয়েছে। যাতে বলা হয়েছে, যাবতীয় সুরক্ষাবিধি ও সামাজিক দূরত্ব মেনে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করতে হবে। অযথা কোথাও ভিড় জমানো যাবে না। রাজ্য, জেলা থেকে শুরু করে ব্লক, পঞ্চায়েত সমস্ত স্তরেই সাবধানতা অবলম্বন করতে হবে।  

The post মাস্কে ঢাকা মুখে লালকেল্লায় স্বাধীনতা দিবসের মহড়া, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement