shono
Advertisement

২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সামান্য কমল অ্যাকটিভ কেস

গতকালের তুলনায় দেশে প্রায় ২৭.২ শতাংশ বেশি করোনা সংক্রমণ।
Posted: 09:59 AM Feb 17, 2021Updated: 10:02 AM Feb 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় নেমে গিয়েছিল ১০ হাজারের নিচে। কিন্তু সরস্বতী পুজোর পরের দিনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল, গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী সেই সংখ্যা। বেড়েছে মৃত্যুও। টিকাকরণ শুরু হওয়ার পর দেশে করোনার সংক্রমণকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও যে পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে না, সেটাই স্পষ্ট হল এদিন।

Advertisement

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১০ জন। যা গতকালের তুলনায় প্রায় ২৭.২ শতাংশ বেশি। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৩৭ হাজার ৩২০ জন। তবে এঁদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৬ হাজার ৫৪৯ জন। গতকালের তুলনায় সামান্যই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা।

[আরও পড়ুন: টানা ৯দিন বাড়ল জ্বালানির মূল্য, দেখুন কলকাতা-সহ বিভিন্ন শহরের পেট্রল-ডিজেলের দাম]

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন বলছে, দেশে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। যা গতকালের রিপোর্টের চেয়ে অনেকটাই বেশি। তবে সাময়িক স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনে যেমন করোনাকে জয় করেছেন ১১ হাজার ৮৩৩ জন। এখনও পর্যন্ত ভারতে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ৪৪ হাজার ৮৫৮ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement