shono
Advertisement

একদিনে দেশে করোনা সংক্রমণ কমল ২০%, দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনই টিকা নিলেন ২৯ লক্ষ

গতকালের তুলনায় কম অ্যাকটিভ কেসও।
Posted: 10:01 AM Mar 02, 2021Updated: 10:14 AM Mar 02, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকেই দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণের শুরু হয়ে গিয়েছে। আর প্রথম দিনই কার্যত রেকর্ড গড়ল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, সোমবার ২৯ লক্ষেরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। যার যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে। অর্থাৎ দেশ যে করোনার বিরুদ্ধে জয়ের পথে এগিয়ে চলেছে, তেমনটা আশা করাই যায়। কারণ ২৪ ঘণ্টায় অনেকটা কমল সংক্রমণও।

Advertisement

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৮৬ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২০ শতাংশ কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ৫২৭ জন। গত কয়েকদিন উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। তবে বেশ কিছুদিন পর সামান্য কমল সেই সংখ্যাটা। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১ লক্ষ ৬৮ হাজার ৩৫৮ জন।

[আরও পড়ুন: আজ সকালে দক্ষিণবঙ্গে দাপট কুয়াশার, ২৪ ঘণ্টায় একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা]

তবে করোনা কেড়ে চলেছে বহু মানুষের প্রাণ। ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৯১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ২৪৮ জন। তবে এসবের মধ্যেও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার ৯২১ জন করোনামুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে গত একদিনে সুস্থ ১২ হাজার ৪৬৪ জন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের হানা থেকে সুরক্ষিত থাকতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। আইসিএমআরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সাড়ে ৭ লক্ষেরও বেশি মানুষের নমুনা টেস্ট হয়েছে।

[আরও পড়ুন: শান্তিবার্তার মাঝেই দেপসাংয়ে ফের আগ্রাসী লালফৌজ! উপগ্রহ চিত্রে ফাঁস চিনের ষড়যন্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement