shono
Advertisement

দেশে ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২০৫ জন, দৈনিক আক্রান্তের থেকে বেশি সুস্থতার হার

সামান্য কমল অ্যাকটিভ কেস।
Posted: 09:54 AM May 12, 2021Updated: 09:58 AM May 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। একাধিক রাজ্যে লকডাউনে মিলছে সুফল। নিম্নমুখী সংক্রমণও। তবে সার্বিক ছবিটা স্বস্তি দিচ্ছে না কিছুতেই। কারণ দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্ত সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে প্রাণ গেল চার হাজারেরও বেশি মানুষের। তবে সামান্য কমল অ্যাকটিভ কেস।

Advertisement

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা গতকাল বেশ খানিকটা কম ছিল। করোনা এখনও চোখ রাঙাচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যে। তবে লকডাউনের জেরে দিল্লিতে উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,২০৫ জন। যা এখনও পর্যন্ত দেশে সর্বোচ্চ। ভারতে করোনার বলি মোট ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জন। লকডাউনের ফলে গতকালের পর ফের কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯ জন। 

[আরও পড়ুন: টিকা পাবেন ২-১৮ বছর বয়সিরাও? ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র পেল Covaxin]

তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণের তুলনায় এদিন সুস্থতার হারই বেশি। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ১৭ কোটি ৫২ লক্ষেরও বেশি মানুষ।

টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ৮৩ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে শুধু বাড়তে থাকা সংক্রমণই নয়, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেনও।

[আরও পড়ুন: করোনামুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন, মৃত্যুর গুজব উড়িয়ে ফিরলেন তিহার জেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement