shono
Advertisement

দেশে মোট করোনা আক্রান্ত ৩ কোটি পার, ২৪ ঘণ্টায় অনেকখানি কমল টিকাকরণের গতি

ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ।
Posted: 09:41 AM Jun 23, 2021Updated: 10:26 AM Jun 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশের করোনা সংক্রমণ এবং টিকাকরণ নিয়ে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কোভিড জয়ের পথে এগোনোরই ইঙ্গিত মিলেছিল। কিন্তু বুধবারের পরিসংখ্যানে ফের বাড়ল উদ্বেগ। ২৪ ঘণ্টায় আবার সংক্রমিতের সংখ্যা যেমন ছাড়াল ৫০ হাজারের গণ্ডি, তেমনই একঝটকায় অনেকটা কমল দৈনিক টিকাকরণের সংখ্যা।

Advertisement

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৮৪৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। গতকাল যা ৪২ হাজারে নেমে গিয়েছিল। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩৫৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন।

[আরও পড়ুন: সার্বিকভাবে কমেছে দেশের ধনকুবেরদের সম্পদের পরিমাণ, রিপোর্টে উঠে এল নেপথ্য কারণ]

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আর কয়েক সপ্তাহ পরই নতুন করে ভয়ংকর রূপ ধারণ করতে পারে মারণ ভাইরাস। তারই মধ্যে করোনার ডেল্টা স্ট্রেন নিয়েও উদ্বিগ্ন দেশবাসী। এমন পরিস্থিতিতে ২১ জুন টিকাকরণে রেকর্ড গড়েছিল ভারত। ৮৬ লক্ষেরও বেশি মানুষ একদিনে পেয়েছিলেন করোনা ভ্যাকসিন। কিন্তু পরের দিনই একলাফে তা কমে দাঁড়াল ৫৪.২২ লক্ষে। কেন রাতারাতি ঝপ করে এতখানি গ্রাফ পড়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৯ কোটি ৪৬ লক্ষেরও বেশি মানুষ।

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। করোনা মোকাবিলায় টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ১ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। 

[আরও পড়ুন: লাদাখে নিয়ন্ত্রণরেখায় সেনার অবস্থান বদল চিনের, কড়া নজর রাখছে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement