shono
Advertisement
Indian Coast Guard

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! কোস্ট গার্ডের জালে ৭৮ বাংলাদেশি মৎস্যজীবী

বাজেয়াপ্ত দুটি বাংলাদেশি ট্রলার।
Published By: Kishore GhoshPosted: 05:16 PM Dec 11, 2024Updated: 05:23 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ টানাপোড়েনের আবহে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর হাতে আটক ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে। কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে আটকে রেখেছে বাংলাদেশ। তাঁদের আইনি সাহায্য দেওয়া হলেও এখনও মুক্তি দেয়নি ঢাকা। এর মধ্যেই ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হল। 

Advertisement

এদিন ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, "ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি অভিযান চালিয়ে দুটি ট্রলার-সহ ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। ট্রলার দুটি পারাদ্বীপের কাছে আনা হয়েছে।" বাজেয়াপ্ত ট্রলার দুটি হল এফ ভি লায়লা-২ এবং এফ বি মেঘনা-৫। একাধিক ছবিও পোস্ট করা হয়েছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তরফে। একটি ছবিতে গিয়েছে, আটক ট্রলারে হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন বাংলাদেশি মৎস্যজীবীরা। তাঁদের পেছনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা। আরেকটি ছবিতে সাগরে বাংলাদেশের দুটি ট্রলার চলতে দেখা গিয়েছে, তৃতীয় ছবিটি ছিল জেটিতে ট্রলার দুটি আনার।

বাজেয়াপ্ত ট্রলার দুটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। ইতিমধ্যে ট্রলার দুটি উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার এবং সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড। এখন প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের যে ৭৯ জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে, তাঁদের কবে মুক্তি দেবে ঢাকা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আটক ট্রলার দুটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।
  • পশ্চিমবঙ্গের যে ৭৯ জন মৎস্যজীবীকে আটকে রেখেছে বাংলাদেশে।
Advertisement