shono
Advertisement
Inflation rate

মূল্যবৃদ্ধিতে উপরের সারিতে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্য, অনেক কম বঙ্গে

একদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, রাজ্যে রাজ্যে মূল্যবৃদ্ধির হার দেখে সেইমতো তা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হবে।
Published By: Subhajit MandalPosted: 10:17 AM Dec 07, 2024Updated: 10:26 AM Dec 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে নিত্যদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করছে বিজেপি। অথচ কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, মূল্যবৃদ্ধির নিরিখে বাংলার চেয়ে অনেক খারাপ পরিস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যগুলি। বিশেষ করে যে রাজ্যগুলিতে বিজেপির 'পোস্টার বয়'রা মুখ্যমন্ত্রীর কুরসিতে সেই রাজ্যগুলির অবস্থা আরও খারাপ।

Advertisement

কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর, এই ছ’মাসে মূল্যবৃদ্ধির জাতীয় গড় হার ছিল ৪.৬ শতাংশ। এ ছ'মাসে বাংলার মূল্যবৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে অনেকটাই কম ছিল। এপ্রিল থেকে সেপ্টেম্বরে বাংলার মূল্যবৃদ্ধির হার ছিল মাত্র ৩.৭ শতাংশ। অথচ এই ছ'মাসে মোট ১২টি রাজ্যে মূল্যবৃদ্ধির হার বা মুদ্রাস্ফীতি ছিল জাতীয় গড়ের চেয়ে বেশি। সেই ১২টি রাজ্যের মধ্যে বামশাসিত কেরল এবং কংগ্রেস শাসিত কর্নাটক ছাড়া বাকি সবকটি রাজ্য বিজেপি শাসিত। ঘটনাচক্রে রিজার্ভ ব্যাঙ্ক যে ৪ শতাংশ মূল্যবৃদ্ধির হারকে সহনীয় বলে মনে করে, এই রাজ্যগুলিতে মূল্যবৃদ্ধির হার সেটার থেকেও বেশি।

সম্প্রতি অর্থ মন্ত্রক সংসদীয় স্থায়ী কমিটিকে মূল্যবৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট দিয়েছে। তাতে বলা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল ওড়িশায়। দ্বিতীয় স্থানে বিহার। এছাড়াও যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, হিমন্ত বিশ্বশর্মার বিহার রয়েছে এই তালিকায়। উত্তরপ্রদেশে ওই ছ'মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৪%। যা যুগ্মভাবে তৃতীয়।

একদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, রাজ্যে রাজ্যে মূল্যবৃদ্ধির হার দেখে সেইমতো তা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হবে। তবে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর অস্বস্তিতে পড়ে গিয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে নিত্যদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করছে বিজেপি।
  • কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, মূল্যবৃদ্ধির নিরিখে বাংলার চেয়ে অনেক খারাপ পরিস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যগুলি।
  • বিশেষ করে যে রাজ্যগুলিতে বিজেপির 'পোস্টার বয়'রা মুখ্যমন্ত্রীর আসরে সেই রাজ্যগুলির অবস্থা আরও খারাপ।
Advertisement