হেমন্ত মৈথিল, মহাকুম্ভনগর: উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম সিটি। যা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের প্রকল্প। মহাকুম্ভের মাঠে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথোরিটি বা ওয়াইআইডিএ-র ১৮৫০ স্কোয়ার ফুটের প্যাভিলিয়নে রয়েছে প্রস্তাবিত ফিল্ম সিটির স্টল। যেখানে ফিল্ম সিটি কেমন হচ্ছে ছবি ও লেখার মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার ওয়াইআইডিএ-এর প্যাভিলিয়ন উদ্বোধন করেন উত্তরপ্রদেশের শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দ গোপাল গুপ্তা নন্দ।
ওয়াইআইডিএ-র বিরাট প্যাভিলিয়নে কেবল ফিল্ম সিটি নয়, রয়েছে এমন বহু প্রস্তাবিত প্রকল্পের স্টল। যা ঘুরে দেখলে স্পষ্ট হবে আগামী দিনে উত্তরপ্রদেশের বাণিজ্য ক্ষেত্রে ঠিক কী ধরনের বদল আসছে। উল্লেখ্য, ফিল্ম সিটি প্রকল্প রূপায়নে কাজ করছে ওয়েবভিউ ভূতানি প্রাইভেট লিমিডেট। এদিন প্যাভিলিয়ন উদ্বোধনের পর একাধিক প্রকল্পের কথা জানান বাণিজ্য উন্নয়ন মন্ত্রী। এর মধ্যে রয়েছে সেক্টর ২৯-এর মেডিক্যাল ডিভাইস পার্ক, অ্যাপারাল পার্ক। সেক্টর ৩৩-এর টয় পার্ক, সেক্টর ১০ ও ২৮-এর সেমি-কন্ডাক্টর পার্ক এবং সেক্টর ৩২ ও ৩৩-এর এমএসএমই এবং হ্যান্ডিক্র্যাফ্ট পার্ক।
এছাড়াও সেক্টর ২১-এ প্রস্তাবিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের রূপরেখার কথাও জানান মন্ত্রী। নন্দ গোপাল গুপ্তা নন্দর বক্তব্য, বিমানবন্দর এবং ফিল্ম সিটি তৈরি হলে পশ্চিম উত্তরপ্রদেশের বাণিজ্য পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। আর্থিক উন্নয়নে গতি আসবে। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। উল্লেখ্য, মহাকুম্ভের ওয়াইআইডিএ-র প্যাভিলিয়নে সবচেয়ে বেশি নজর কাড়ছে ফিল্ম সিটির স্টল।