সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ওড়িশায় সিমেন্ট কারখানায়। কাজ চলাকালীন লোহার ভারী কাঠামো ভেঙে তার নিচে চাপা পড়লেন ৮ জন শ্রমিক। মর্মান্তিক এই ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল ও পুলিশ আধিকারিকরা।
ওড়িশার সুন্দরগড় জেলায় অবস্থিত ডালমিয়া ভারত সিমেন্ট লিমিটেড সংস্থার এই সিমেন্ট কারখানা। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও কাজ চলছিল কারখানায়। তখনই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার ওই কাঠামোটি। চাপা পড়েন বহু শ্রমিক। তাঁদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৮ জন গুরুতর অবস্থায় নিচে চাপা পড়ে রয়েছেন। জানা যাচ্ছে, যে কাঠামোটি ভেঙে পড়ে তা আসলে লোহার একটি বিশাল হাপর। দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল কাঠামোটি। গত রাতে হঠাৎ তা ভেঙে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন স্থানীয়রা। তাঁদের চেষ্টাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। রাজগাংপুরে থানার পুলিশ আধিকারিক মনোরঞ্জন প্রধান বলেন, ক্রেন এনে ওই লোহার কাঠামো তোলার চেষ্টা চলছে। ভেতরে আটকে থাকা শ্রমিকরা কী অবস্থায় রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে বিরাট এই কাঠামোর চাপে তাঁদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকা শ্রমিকদের পরিজনেরা ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল কাঠামোটি। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার জেরেই এই দুর্ঘটনা। শ্রমিকদের দাবি, অবিলম্বে কারখানার ব্যবস্থাপক, শিফট ইনচার্জ এবং নিরাপত্তা ইনচার্জকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করা হোক।