shono
Advertisement
Congress

কংগ্রেস ছাড়ছেন সিধু? 'অভিমানী' নেতার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্ত্রী, দিলেন মুখ্যমন্ত্রিত্বের শর্ত

'পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ করা হলে তবেই সক্রিয় রাজনীতিতে', বার্তা সিধু পত্নীর।
Published By: Amit Kumar DasPosted: 02:02 PM Dec 07, 2025Updated: 02:20 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায় কলমে তিনি কংগ্রেস নেতা হলেও, দীর্ঘ দিন কংগ্রেসের ধার মাড়াতে দেখা যায়নি নভজ্যোত সিং সিধুকে। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ডামাডোলের মাঝেই এবার মুখ খুললেন তাঁর স্ত্রী নভজ্যোত কৌর। জানালেন, 'পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ করা হলে তবেই সক্রিয় রাজনীতিতে ফিরবেন সিধু।' কৌরের এহেন বয়ানে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি কংগ্রেস ত্যাগ করবেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা?

Advertisement

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিধুর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে কৌর বলেন, কংগ্রেস ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আবেগের সম্পর্ক রয়েছে সিধুর। তবে তীব্র দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাঁকে ব্যাকফুটেই রাখা হয়েছে। এই অবস্থায় কৌর স্পষ্টভাবে জানান, "যদি কোনও রাজনৈতিক দল আমাদের দায়িত্ব দেয় তবে আমরা পাঞ্জাবকে আবার সোনার রাজ্য হিসেবে গড়ে তুলতে পারি। কংগ্রেস যদি তাঁকে মুখ্যমন্ত্রী মুখ করে, তবেই তিনি সক্রিয় রাজনীতিতে ফিরবেন। অন্যথায় তিনি নিজের জীবনে সুখি।"

কৌরের মন্তব্যে উঠে এসেছে পাঞ্জাব কংগ্রেসে চলতে থাকা বেলাগাম গোষ্ঠীদ্বন্দ্বের কথাও। তিনি বলেন, "পাঞ্জাব কংগ্রেসের ৫ জন নেতা বর্তমানে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন। এবং তাঁরা নিজের দলের বিরুদ্ধেই কাজ করছে। পাঞ্জাব কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে চলতে থাকা ক্ষমতার লড়াই কংগ্রেসকে এখানে ভিতর থেকে আরও দুর্বল করে দিচ্ছে। এই নেতারাই সিধুকে অগ্রগতির পথে মূল বাধা।" একইসঙ্গে বলেন, "এত অন্তর্দ্বন্দ্বের মধ্যে এরা সিধুর পদোন্নতি হতে দেবে। যদি হাইকমান্ড এটা বোঝে, তাহলে ব্যাপারটা ভিন্ন।"

আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয়ে পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সাথে দেখা করার পর সংবাদমাধ্যমকে কৌর বলেন, “আমাদের কাছে কোনও দলকে দেওয়ার মতো টাকা নেই। তবে আমরা ফলাফল দেব এবং পাঞ্জাবকে সোনার রাজ্যে পরিণত করব,” তিনি বলেন, "যে ৫০০ কোটি টাকার স্যুটকেস দেয় সে মুখ্যমন্ত্রী হয়, এটি আমাদের পদ্ধতি নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাতায় কলমে তিনি কংগ্রেস নেতা হলেও, দীর্ঘ দিন কংগ্রেসের ধার মাড়াতে দেখা যায়নি নভজ্যাত সিং সিধুকে।
  • তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ডামাডোলের মাঝেই এবার মুখ খুললেন তাঁর স্ত্রী নভজ্যোত কৌর।
  • জানালেন, 'পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ করা হলে তবেই সক্রিয় রাজনীতিতে ফিরবেন সিধু।'
Advertisement