shono
Advertisement
Karnataka

মাসে এক দিন সবেতন ঋতুকালীন ছুটি পাবেন মহিলকর্মীরা, প্রস্তাব পাশ কর্নাটক মন্ত্রিসভায়

সরকারি, বেসরকারি সমস্ত দপ্তরের মহিলাকর্মীরা ছুটি পাবেন।
Published By: Kishore GhoshPosted: 07:16 PM Oct 09, 2025Updated: 07:21 PM Oct 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। এবার থেকে সে রাজ্যে মহিলা কর্মীরা মাসে এক দিন করে সবেতন ঋতুকালীন ছুটি পাবেন। বৃহস্পতিবার এই প্রস্তাব (মেন্সট্রুয়াল লিভ পলিসি, ২০২৫) কর্নাটকের মন্ত্রিসভায় পাশ হয়েছে। এই নিয়ম প্রযোজ্য হবে কর্নাটকের সকল সরকারি, বেসরকারি দপ্তর, বহুজাতিক সংস্থা, তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের জন্যে।

Advertisement

প্রথমবার ২০২৪ সালে মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটির প্রস্তাব করা হয়। সেই সময় ৬ দিন সবেতন ছুটির প্রস্তাব করা হয়েছিল। বৃহস্পতিবার অবশ্য বছরে বারো দিন সেবেতন ছুটির প্রস্তাব কর্নাটক মন্ত্রিসভায় পাশ হয়ে গেল। কর্নাটক সরকারের তরফে বলা হয়েছে, কাজের সময়ে মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে প্রভাবিত না-হয়, তা অনেকাংশে নিশ্চিত করা যাবে সরকারের এই নতুন সিদ্ধান্তে। কর্নাটক সরকারের বক্তব্য, মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি কর্মস্থলে মহিলাদের ঋতুস্রাব নিয়ে সচেতনতাও বৃদ্ধি করবে।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে বিহারে মাসে দু'দিন ঋতুকালীন ছুটির নিয়ম চালু রয়েছে। কেরলের সরকারি স্কুলে ছাত্রীদের ঋতুকালীন ছুটির নিয়ম রয়েছে। ২০২৪ সালে ওড়িশা সরকার মহিলা কর্মীদের মাসে এক দিন করে ঋতুকালীন ছুটিতে সম্মতি দিয়েছিল। এবার কর্নাটকেও একই প্রস্তাব পাশ হয়ে গেল মন্ত্রিসভায়। এই বিষয়ে কর্নাটকের শ্রম মন্ত্রী সন্তোষ লাড় বলেন, "এটি আমাদের আনা সবচেয়ে প্রগতিশীল নতুন আইন।" আরও বলেন, "এটি প্রগতিশীল সরকারের মুকুটে নয়া পালক। নারীর কল্যাণ এলং সমাজে কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমবার ২০২৪ সালে মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটির প্রস্তাব করা হয়।
  • ১৯৯২ সাল থেকে বিহারে মাসে দু'দিন ঋতুকালীন ছুটির নিয়ম চালু রয়েছে।
Advertisement