shono
Advertisement
Karnataka

এ কেমন মা? স্বামীর ঋণ মেটাতে দেড় লক্ষে সন্তান বিক্রি মহিলার!

সন্তানকে হারিয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্বামী।
Published By: Amit Kumar DasPosted: 05:11 PM Dec 11, 2024Updated: 05:18 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর মাথার উপর ঋণের বোঝা। এদিকে ৭ সদস্যের পরিবারের ভরণ পোষণে নাকানি চোবানি খেতে হচ্ছে। চরম আর্থিক সংকট থেকে রেহাই পেতে নিজের এক মাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিলেন মা। বিষয়টি জানার পর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। ঘটনার তদন্তে মহিলা-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর রামনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা ও বাবা দুজনেই দিনমজুর। ৫ সন্তানের পরিবার টানতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল তাঁদের। এদিকে মাথার উপর ছিল ৩ লক্ষ টাকার দেনা। এই অবস্থায় স্বামীর ঋণ মেটাতে স্বামীকে সন্তান বিক্রির পরামর্শ দেন মহিলা। যদিও সে প্রস্তাব নাচক করে দেন যুবক। তবে স্বামীর কথা না শুনে নিজে থেকে ক্রেতা খুঁজে নিজের একমাসের সন্তানকে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দেন মহিলা। পরে সন্তানকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন যুবক।

গত ৭ ডিসেম্বর যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বেঙ্গালুরুর এক মহিলার কাছে নিজের সন্তানকে বিক্রি করেন মহিলা। সেই সূত্র ধরেই শিশুর মা, যার কাছে সন্তান বিক্রি করা হয়েছে সেই মহিলা ও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সন্তান বিক্রিতে মহিলাকে সাহায্য করেছিলেন। শিশুটিকে উদ্ধার করে আপাতত হোমে পাঠিয়েছে পুলিশ।

পুলিশের কাছে শিশুটির বাবা জানায়, টাকার জন্য সন্তান বিক্রির প্রস্তাব আগেই দিয়েছিলেন তাঁর স্ত্রী। সে প্রস্তাবে তিনি রাজি হননি। পরে বাড়ি ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করলে মহিলা জানান, অসুস্থ হওয়ার কারণে এক আত্মীয়ের মাধ্যমে তাকে ডাক্তারের কাছে পাঠিয়েছেন। তবে পরের দিনও সন্তান বাড়ি না ফেরায় সন্দেহ হয় এবং থানায় অভিযোগ জানান যুবক। এর পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশু বিক্রির ঘটনার সঙ্গে কোনও পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্থিক সংকট থেকে রেহাই পেতে নিজের এক মাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিলেন মা।
  • বিষয়টি জানার পর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী।
  • মহিলা-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement