shono
Advertisement

পণ্ডিতদের কাশ্মীর ত্যাগের দায় নিতে নারাজ মোদি সরকার, ‘শরণার্থী শিবির’ই ভরসা নিপীড়িতদের

উপত্যকায় 'টার্গেট কিলিং' নিয়ে পাকিস্তানকেই বিঁধল কেন্দ্র।
Posted: 09:42 AM Jun 04, 2022Updated: 09:42 AM Jun 04, 2022

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কাশ্মীরে ‘টার্গেট কিলিং’ নিয়ে ত্রস্ত কেন্দ্র সরকার। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) দফায় দফায় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল ঠিকই, তবে সমস্যা কতটা মিটবে সেই প্রশ্ন থেকেই গেল। কাশ্মীরে ‘টার্গেট কিলিং’য়ের ঘটনা নিয়ে কেন্দ্র সরকারের অস্বস্তি ও ব‌্যর্থতা ঢাকতেই ব্যস্ত কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ ব‌্যবহার, আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি, একটি এলাকা নির্বাচিত করে সেখানে কাশ্মীরি পণ্ডিতদের রাখার ব‌্যবস্থার কথা ভাবা হচ্ছে।

Advertisement

কেন্দ্র তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে ইতিমধ্যেই কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandit) উপত্যাকা ছেড়ে জম্মুতে ফিরতে চাইছেন। কিন্তু কেন্দ্র কোনওভাবেই সেটা চাইছে না। পণ্ডিতদের উপত‌্যকা ত‌্যাগের দায় নিতে চাইছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। তার বিকল্প ব্যবস্থা হিসেবে উপত‌্যকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পণ্ডিতদের কাছাকাছি রাখার উপর জোর দেওয়া হবে বলে শাহর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত‌্যকা থেকে বিতাড়নের সময় এমনই শরণার্থী শিবির হয়েছিল। তবে, এখন সেই শব্দটি প্রশাসনের তরফে ব‌্যবহার করা হয়নি। কিন্তু এটা বোঝা গিয়েছে, যেভাবে চলতি বছরে সেখানে ২০টি এবং গত ২২ দিনের মধ্যে ন’টি টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে তাতে কেন্দ্র সরকারের কপালে ভাঁজ পড়েছে।

[আরও পড়ুন: PPE কিট নিয়েও দুর্নীতি! বিস্ফোরক অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’র বিরুদ্ধে, সরব তৃণমূল]

এদিকে, কাশ্মীরে একের পর এক হত্যাকাণ্ডে পাকিস্তানকে দায়ী করেছে কেন্দ্র। তাহলে তাদের ব্যর্থতা মানুষের চোখে সে ভাবে পড়বে না বলেই কেন্দ্র বিষয়টিকে সামনে আনতে চাইছে বলে মনে করছেন বিরোধীরা। শাহর মন্ত্রকের দাবি, পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকে সরাসরি হত্যা না করলেও, তাদের মদত এবং প্ররোচনাতেই স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করে হত্যালীলা চালানো হচ্ছে। এতে স্থানীয় প্রশাসনের গাফিলতিও দেখছে তারা।

[আরও পড়ুন: রাহুলরা মানবে না! কংগ্রেসের ‘নম্বর টু’ হওয়ার প্রস্তাব ফেরালেন গুলাম নবি আজাদ]

শুক্রবার দুপুর একটা নাগাদ নর্থ ব্লকে শাহর মন্ত্রকে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে প্রথম একান্ত বৈঠকে যা নিয়ে শাহ অত্যন্ত উষ্মাপ্রকাশ করেছেন বলেই সূত্রের খবর। তারপরেই IB এবং ‘RAW’ প্রধানের সঙ্গে একান্ত বৈঠকে তাঁদেরকেও শাহ রীতিমত ধমক দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, কাশ্মীরে গত বৃহস্পতিবারের যে টার্গেট কিলিং হয়েছে সেদিনই শাহ’র সদলবলে সিনেমা দেখতে যাওয়া নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement