shono
Advertisement
Kerala Kumbha Mela

যোগীর মহাকুম্ভই অনুপ্রেরণা! প্রথমবার কুম্ভমেলার আয়োজন করছে বামশাসিত কেরল

কুম্ভমেলার আয়োজনের দায়িত্বে প্রাক্তন SFI নেতা, তথা জুনা আখড়ার প্রধান।
Published By: Subhajit MandalPosted: 01:55 PM Nov 07, 2025Updated: 01:55 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বামশাসিত কেরলে কুম্ভমেলা! দক্ষিণ ভারতে অনেক বড় মন্দির, অনেক বড় ধর্মীয় সমাবেশ হলেও কুম্ভমেলার মতো বড় মেলা সেভাবে দেখা যায় না। কুম্ভমেলার ধারণা মূলত উত্তর ভারতের। এর আগে কেরলেও কোনওদিন কুম্ভমেলা হয়নি। তবে এবার ইতিহাস তৈরি করতে চলেছে পিনারাই বিজয়নের সরকার। আগামী বছরের শুরুতেই মালয়ালি রাজ্যে কুম্ভমেলার আয়োজন হতে চলেছে।

Advertisement

দক্ষিণ ভারতের এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবর, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মলপ্পুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরে ভরতপুঝা মন্দিরের তীরে কুম্ভ মেলা আয়োজিত হবে। আসলে ভরতপুঝা মন্দিরের তীরে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরের ধারে এমনিতেই ঐতিহ্যশালী মামানাকাম উৎসব হয়। তাতে হাজার হাজার ভক্ত জমায়েত করেন। কুম্ভের মতো এই মেলাও ১২ বছর অন্তর অন্তর হয়। এবার সেটাকেই কুম্ভমেলার আকার দেওয়া হচ্ছে। কুম্ভের মতোই যাবতীয় রীতিনীতি পালন করা হবে। আয়োজন করা হবে পুণ্যস্নানেরও।

পুরো বিষয়টি আয়োজনের দায়িত্বে গিয়েছে জুনা আখড়ার উপর। এই জুনা আখড়া দেশের বৃহত্তম ধর্মীয় আখড়াগুলির একটা। জুনা আখড়ারর প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী জানিয়েছেন, তাদের সংগঠনের নেতৃত্বেই পুরো কুম্ভমেলাটি আয়োজিত হবে কেরলে। তাঁর কথায়, "কেরলের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য বজায় আছে। কুম্ভ মেলার মতো ধর্মীয় উৎসবে দীর্ঘদিন ধরেই মাতোয়ারা হয় কেরলবাসী। সেই ঐতিহ্যকেই আমরা এগিয়ে নিয়ে যাব।"

ঘটনাচক্রে মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী একটা সময় এসএফআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সম্ভবত তিনিই কেরলের বাম সরকারকে এই প্রস্তাব দিয়েছেন। অবশ্য পিনারাই বিজয়নের সরকার ইদানিং ভালোই ধর্মকর্মে মন দিয়েছে। কিছুদিন আগেই সে রাজ্যে সবরীমালা মন্দিরকে ঘিরে আয়াপ্পান মহাসম্মেলন হয়ে গিয়েছে। এবার কুম্ভের আয়োজনও করবে কেরল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতিহাস তৈরি করতে চলেছে পিনারাই বিজয়নের সরকার।
  • আগামী বছরের শুরুতেই মালয়ালি রাজ্যে কুম্ভমেলার আয়োজন হতে চলেছে।
  • ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মলপ্পুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরে ভরতপুঝা মন্দিরের তীরে কুম্ভ মেলা আয়োজিত হবে।
Advertisement