সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু জেলের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। একই দিনে 'পথের কাঁটা' প্রেমিককে বিষ খাইয়ে খুনে দোষী তরুণীকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনাল কেরলের এক আদালত। সাজা ঘোষণার সময় বিচারক মন্তব্য করেন---ভালোবাসার মানুষকে ঠকনো এবং খুন সমাজের জন্য় অত্যন্ত খারাপ বার্তা। বিরল ঘটনার কারণেই সর্বোচ্চ শাস্তি।
তিরুঅনন্তপুরমের পরসালার বাসিন্দা শ্যারন রাজকে নির্মম ভাবে হত্যা করেন কন্যাকুমারীর বাসিন্দা গ্রীষ্মা। তিনি গুগল সার্চ করে খুনের পরিকল্পনা করেন প্রেমিককে। শুরুতে একটু একটু করে শ্যারনকে ওষুধ মেশানো পানীয় খাওয়ানো শুরু করেন গ্রীষ্মা। তাতে ফল না হওয়ায় ২০২২-এর অক্টোবরে বাড়িতে ডেকে কীটনাশক মেশানো পানীয় খাওয়ান তিনি। সেই রাতেই অসুস্থ হন শ্যারন। হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে বাঁচান যায়নি। কেন প্রেমিককে নির্মম ভাবে হত্যা করলেন ওই তরুণী?
গ্রীষ্মাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে পুলিশ। তখনই জানা য়ায়, ২০২১ সাল থেকে শ্যারনের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ২০২২ সালে সম্পর্কের অবণতি হয়। নেপথ্যে এক সেনা আধিকারিক। যাঁর সঙ্গে তরুণীর বিয়ে ঠিক করেছিল তাঁর পরিবার। বিয়েতে রাজিও হয়ে গিয়েছিলেন গ্রীষ্মা। কিন্তু পথের কাঁটা শ্যারনকে কীভাবে সরাবেন বুঝতে পারছিলেন না। এরপরই প্রেমিককে খুনের পরিকল্পনা করেন তিনি।
শ্যারনকে হত্যার অভিযোগে গ্রীষ্মার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছিল তাঁর কাকা এবং মামাকেও। সোমবার সাজ দেওয়ার সময় বিচারক বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। গ্রীষ্মাকে ম়ৃত্যুদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি তাঁর কাকা নির্মূল কুমারকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে গ্রীষ্মার মাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।