সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রু নিকেশে সেনার হাতে মারণ হাতিয়ার। রাডারের নজরদারিকে ফাঁকি দিয়ে শত্রু শিবিরে আঘাত হানতে ভারতের হাতে এল নয়া ড্রোন 'খড়গ কামিকেজ'। অত্যন্ত হালকা ওজনের হলেও, এই ড্রোনের মারণ ক্ষমতা ভয়াবহ। জানা যাচ্ছে, ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল ড্রোনটি। নিঃশব্দ ঘাতক এই আকাশযানকে 'সুইসাইড ড্রোন'ও বলা হয়ে থাকে।
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, নিঃশব্দে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে এর জুড়ি নেই। অত্যন্ত দ্রুত গতিতে উড়তে সক্ষম খড়গ। এর গতিবেগ সেকেন্ডে ৪০ মিটার। দ্রুতগতি সম্পন্ন হওয়ায় শত্রুর রাডারে ধরা পড়ে না এর গতিবিধি। এতে রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম, হাই ডেফিনেশন ক্যামেরা। যদি কোনও এলাকায় ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জ্যামিং থাকে তবে তা ভেদ করে উড়ে যেতে সক্ষম এটি। ৭০০ গ্রাম বিস্ফোরক বহন করে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে শত্রু ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম ড্রোনটি।
৭০০ গ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোন। রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম, হাই ডেফিনেশন ক্যামেরা। যদি কোনও এলাকায় ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জ্যামিংয় করা থাকে তা চিড়ে এগিয়ে যাওয়ার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থ। প্রায় দেড় কিলোমিটার দূর থেকে এই ড্রোন হামলা চালাতে পারে শত্রুর উপরে।
বিশেষজ্ঞদের অনুমান, জম্মু ও কাশ্মীরে যেভাবে নতুন করে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। তা সামাল দিতে অত্যন্ত কার্যকর হয়ে উঠতে পারে এই ড্রোন। দুর্ভেদ্য জঙ্গলে জঙ্গিদের খুঁজে বের করা তো বটেই, চুপিসাড়ে তাদের উপর হামলা চালিয়ে নিকেশ করতে পারবে ড্রোনটি।