shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

উত্তরপ্রদেশে পাথর খাদানে ধস! বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

চলছে উদ্ধারকাজ।
Published By: Subhodeep MullickPosted: 09:24 PM Nov 15, 2025Updated: 09:50 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে একটি পাথর খাদানে ধস। দুর্ঘটনার সময়ে সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁদের মধ্যে অনেকেই ধসের নিচে চাপা পড়ে গিয়েছেন। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মলেনি। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শনিবার সোনভদ্র জেলার ওই পাথর খাদানে প্রচুর শ্রমিক কাজ করছিলেন। দুপুর তিনটে নাগাদ আচমকা সেখানে ধস নামে। পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই খাদানের ভিতর গিয়ে পড়ে। ঘটনার সময় প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক খাদানের ভিতর কাজ করছিলেন। ধস নামার পর তাঁদের কাউকেই আর দেখা যায়নি। সেখান থেকেই আশঙ্কা করা হচ্ছে, তাঁরা প্রত্যেকেই ধসের নিচে চাপা পড়ে গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল।

সূত্রের খবর, খাদানের অনেকটা গভীরে শ্রমিকরা কাজ করছিলেন এবং যন্ত্রের মাধ্যমে পাথরে গর্ত করছিলেন তাঁরা। ঠিক তখনই পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই এসে খাদানে পড়ে। তড়িঘড়ি পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাচক্রে এদিনই ওই জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলটি তাঁর সভা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে একটি পাথর খাদানে ধস।
  • দুর্ঘটনার সময়ে সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন।
  • আশঙ্কা করা হচ্ছে, তাঁদের মধ্যে অনেকেই ধসের নিচে চাপা পড়ে গিয়েছেন।
Advertisement