সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড়শো কোটির দেশ। সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। সেই মাটিতে দাঁড়িয়ে মধ্যপ্রদেশ সরকারি বোর্ডের প্রধানের ঘোষণা করলেন--- ব্রাহ্মণ দম্পতিরা ৪ সন্তানের বাবা-মা হলেই মিলবে ১ লক্ষ টাকা পুরস্কার। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে বিজেপি শাসিত রাজ্যটিতে। কেন এমন বললেন বোর্ড প্রধান?
পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। বোর্ডের এই পদটি মন্ত্রীপদের সমান। তাঁর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে তোপ দাগছেন বিরোধীরা। রাজোরিয়ার বক্তব্য, দেশে ধর্মবিরোধী 'পাষণ্ডে'র সংখ্যা ক্রমশ বাড়ছে, "যেহেতু পরিবার পরিকল্পনায় অতিরিক্ত জোর দিচ্ছে আমাদের (ব্রাহ্মণদের) পরিবারগুলি।" আরও বলেন, "আমি তরুণদের প্রতি আশাবাদী, প্রবীণদের নিয়ে ভাবি না। মন দিয়ে শুনুন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরেই। তরুণরা একটি সন্তানে সন্তুষ্ট হচ্ছেন। এটাই সমস্যার। আমি আপনাদের কাছে অনুরোধ করছি---কম করে চারটি সন্তান করুন।"
এখানেই না থেমে বিষ্ণু রাজোরিয়া ঘোষণা করেন, যে দম্পতির চার সন্তান হবে তাঁদের ১ লক্ষ পুরস্কার দেবে পরশুরাম বোর্ড। তিনি বলেন, "আমি বোর্ডের সভাপতি থাকি বা না থাকি, এই পুরস্কার দেওয়া হবে।" ছাত্রদের পড়াশোনার খরচের কথা মাথায় রেখেও তিনি বলেন, "কোনওভাবে ম্যানেজ করুন। কিন্তু সন্তান জন্ম দিতে পিছপা হবেন না। নয়তো দেশে পাষণ্ডের সংখ্যা বাড়বে।" এমন মন্তব্যে বিতর্ক শুরু হলে রাজোরিয়া দাবি করেন, সরকারি তরফে নয়, ব্যক্তিগত ঘোষণা করেছেন তিনি।