shono
Advertisement
Madhya Pradesh

গাঁজা পাচার চক্রে জড়িত মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর ভাই! বড় তথ্য পুলিশের হাতে

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তরজা।
Published By: Kousik SinhaPosted: 10:13 AM Dec 09, 2025Updated: 10:16 AM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাঁজা পাচার চক্রে জড়িত খোদ মধ্যপ্রদেশের এক মন্ত্রীর ভাই! সম্প্রতি তদন্তে নেমে সে রাজ্যের পুলিশ আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের একটি গ্যাংকে হাতেনাতে ধরেছে। সেই গ্যাংয়ের সদস্যদের জেরা করে মন্ত্রীর ভাইয়ের খোঁজ পান তদন্তকারীরা। ধৃত ওই ব্যক্তির নাম অনিল গিরি। তিনি মধ্যপ্রদেশের নগরোন্নয়ন এবং আবাসন দপ্তরের মন্ত্রী প্রতিমা বাগরির ভাই বলে জানা গিয়েছে। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এই বিষয়ে মন্ত্রীর এখনও পর্যন্ত কোনও বক্তব্য সামনে আসেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মারাহুয়ান গ্রামের পঙ্কজ সিং নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখানে তল্লাশি চালিয়ে ৪৬ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পঙ্কজকে। পুলিশ সূত্রে খবর, তাঁকে জেরা করেই অনিল গিরির খোঁজ পান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরায় পঙ্কজ সিং জানায় গত চার ডিসেম্বর রাতে অনিল নিজে ওই গাঁজা নিয়ে এসে তাঁর বাড়িতে রাখেন। এরপরেই অনিলকে গ্রেপ্তার করে পুলিশ।

মধ্যপ্রদেশ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "পঙ্কজ সিং এবং অনিল বাগরি উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।'' কীভাবে তাঁরা গাঁজা পাচারচক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে পুলিশের হাতে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের যে গ্যাং ধরা পড়ে, তাঁদের সঙ্গে অনিল এবং পঙ্কজের যোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাঁজা পাচার চক্রে জড়িত খোদ মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই!
  • সে রাজ্যের পুলিশ আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের একটি গ্যাংকে গ্রেপ্তার করে।
  • গ্যাংয়ের সদস্যদের জেরা করে মন্ত্রীর ভাইয়ের খোঁজ পান তদন্তকারীরা।
Advertisement