shono
Advertisement
Maha Kumbh

মহাকাশ থেকেও উজ্জ্বল মহাকুম্ভের মাহাত্ম্য, উপগ্রহ চিত্র প্রকাশ ইসরোর

বিশ্বের সবথেকে বড় এই ধর্মীয় সমাবেশে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:30 PM Jan 22, 2025Updated: 09:30 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪৪ বছরের পুণ্যতিথি! প্রয়াগরাজে মহাসমারোহে বিরাজমান মহাকুম্ভ। বিশ্বের সবথেকে বড় এই ধর্মীয় সমাবেশে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে। দুনিয়ার বিভিন্ন প্রান্তেই চর্চার শীর্ষে এবছরের মহাকুম্ভ। মহাকাশ থেকেও স্পষ্ট এই ধর্মীয় উৎসবের মাহাত্ম্য। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রকাশিত উপগ্রহ চিত্রে তারই প্রমাণ মিলল।

Advertisement

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন। সাধু-সন্ত, পুণ্যার্থীদের সুরক্ষায় ব্যস্ত কুম্ভের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগীর অনুপ্রেরণায় তাঁদের এই কাজ প্রশংসিত হচ্ছে বিশ্বে। কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়াও। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে মোক্ষলাভের জন্য নানা জায়গা থেকে ছুটে আসছেন সাধু-সন্ত, পুণ্যার্থীরা।

ইসরোর প্রকাশিত ছবিতে মহাকুম্ভে তৈরি বিশাল পরিকাঠামো ও ভিড় স্পষ্ট।

প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। মেলায় সাধুদের জন্য তৈরি হয়েছে ১০ হাজার আখড়া। রয়েছে ১ লক্ষের উপর তাঁবু ও ৫০ হাজার দোকান। যেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে ইসরোর প্রকাশিত উপগ্রহ ছবিতে এই ভিড় স্পষ্ট বোঝা যাচ্ছে। জ্বলজ্বল করছে পূজা-অর্চনার যজ্ঞ। দিন তিনেক আগে মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে যায় সন্ন্যাসীদের একাধিক তাঁবু। কোনও প্রাণহানি না ঘটলেও একজন আহত হন। সেই আগুন লাগার মুহূর্তের ছবিও ধরা পড়েছে মহাকাশ থেকে।

কুম্ভে আগুন লাগার মুহূর্তের ছবিও ধরা পড়েছে মহাকাশ থেকে।

প্রসঙ্গত, মহাকুম্ভের প্রতিটি সংবাদ সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক স্তরের মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছে। যেখানে দেশ-বিদেশ থেকে আসা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য সমস্ত ধরনের সুবিধা রাখা হয়েছে। কম্পিউটার থেকে ইন্টারনেট রয়েছে সব কিছুই। জানা গিয়েছে, গতকাল সোমবার এই মিডিয়া সেন্টারেই উত্তরপ্রদেশের প্রথম দোতলা বাস-রেস্তরাঁর উদ্বোধন করা হয়। এর নাম রাখা হয়েছে ‘পাম্পকিন’। কুম্ভমেলা থেকেই এই ব্র্যান্ডটি শুরু করা হয়েছে।

আগামী দিনে কাশী, মথুরা, অযোধ্যার মতো ধর্মীয় স্থানগুলোতেও এটি চালু করা হবে। রেস্তরাঁটির বিশেষত্ব হল, এখানে খেতে খেতেই উপভোগ করা যাবে প্রয়াগারাজের মহাকুম্ভের অপরূপ সৌন্দর্য। বাসটির নিচের তলায় রয়েছে রান্নাঘর। আর উপরের অংশে রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা। এখানে একসঙ্গে ২৫ জন বসে খাওয়াদাওয়া করতে পারবেন। তবে এই বিশেষ রেস্তরাঁয় মিলবে শুধুই নিরামিষ নানা পদ। যাঁরা উপোস করবেন ভাবছেন তাঁদের জন্যও থাকবে বিশেষ থালি। এমন আয়োজনে বেজায় খুশি ভক্তরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
  • মহাকুম্ভের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন।
Advertisement