হেমন্ত মৈথিল, লখনউ: ১২ বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলা। গোটা বিশ্বের কাছেই তা বিরাট আকর্ষণের। আর মহাকুম্ভের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবরকম ব্যবস্থা করেছেন। মহাকুম্ভ ২০২৫-এ পুণ্যার্থীদের নতুন এবং উত্তেজক অভিজ্ঞতা দিতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবছর মহাকুম্ভের প্রধান আকর্ষণ হতে চলেছে কপ্টারে জয়রাইড। তার খরচও কমানো হয়েছে। ৩ হাজার টাকা থেকে কমে তা হয়েছে মাত্র ১২৯৬। যোগী প্রশাসনের আশা, এই জয়রাইডে ব্যাপক হারে পর্যটকদের আকর্ষণ করবে এবং জমবে ব্যবসা। এছাড়া দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিতে থাকছে ৫২৫০ শিল্পীর পারফরম্যান্স।
পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, ৭-৮ মিনিটের হেলিকপ্টারে জয়রাইড শুরু হচ্ছে ১৩ জানুয়ারি, ডিজিটাল লঞ্চের মাধ্যমে। পর্যটক এবং ভক্তরা প্রয়াগরাজের মহিমান্বিত ল্যান্ডস্কেপের উপরে উঠে বিশাল মহাকুম্ভ এলাকার একটি অতুলনীয় দৃশ্য দেখতে পাবেন। হেলিকপ্টার জয়রাইডে আগে গুনতে হতো ৩,০০০ টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মহাকুম্ভকে ঘিরে সেই ভাড়া কমে হয়েছে ১,২৯৬ টাকা। উদ্দেশ্য একটাই, আরও বেশি সংখ্যক মানুষ যাতে এই মহাযজ্ঞের আনন্দ ভালোভাবে উপলব্ধি করতে পারেন।
জানা যাচ্ছে, জয়রাইডের জন্য আগাম অনলাইন বুকিং করা যাবে। www.upstdc.co.in-এ বুক করা যেতে পারে এবং ভারত সরকারের একটি উদ্যোগ 'পবন হংস' এক্ষেত্রে সহায়তা করবে। আবহাওয়ার অবস্থা এবং চাহিদার উপর নির্ভর করে, হেলিকপ্টার অবিচ্ছিন্নভাবে কাজ করবে। দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে বলেই মনে করছে যোগী আদিত্যনাথের সরকার। আর পর্যটকরাও সেই অপেক্ষায় রয়েছেন।
মহাকুম্ভ দর্শনে কপ্টার 'জয়রাইড', পাঁচ হাজারের বেশি শিল্পীর পারফরম্যান্স, খরচ কত?
হেলিকপ্টারে জয়রাইড শুরু হচ্ছে ১৩ জানুয়ারি, ডিজিটাল লঞ্চের মাধ্যমে। প্রয়াগরাজের ল্যান্ডস্কেপে আকাশপথে মহাকুম্ভ দর্শনে অধীর আগ্রহে অপেক্ষা পর্যটকদের।Published By: Hemant MaithilPosted: 11:46 AM Jan 13, 2025Updated: 02:01 PM Jan 13, 2025
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
হাইলাইটস
Highlights Heading- আকাশপথে মহাকুম্ভ দর্শনে চালু কপ্টার জয়রাইড, খরচ মাত্র ১২৯৬।
- সেইসঙ্গে একসঙ্গে ৫২৫০ শিল্পীর পারফরম্যান্স এবারের মহাকুম্ভের বিশেষ আকর্ষণ হতে চলেছে।
Advertisement