shono
Advertisement

Breaking News

Maharashtra and Jharkhand Assembly Election results

বলছে ব্যালট Live Update: মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি জোট, ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই, বাংলায় দাপট তৃণমূলের

ওয়ানড়ে লক্ষাধিক ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী। 
Published By: Subhajit MandalPosted: 08:39 AM Nov 23, 2024Updated: 12:01 PM Nov 23, 2024

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। দুই রাজ্যেই সমানে সমানে লড়াই বিজেপি জোট বনাম কংগ্রেস জোটের। সেই সঙ্গে ভবিষ্যৎ নির্ধারণ হবে একধিক রাজনৈতিক দলের। এদিকে আর জি কর পরবর্তী বাংলার প্রথম উপনির্বাচনের ফলপ্রকাশ আজ। সেদিকেও নজর রয়েছে গোটা রাজ্যের।

Advertisement

সকাল ১১টা ২০: ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট। একক বৃহত্তম দল হওয়া নিয়ে টক্কর জেএমএম-বিজেপির।

সকাল ১০ টা ৫০: মহারাষ্ট্রের হেভিওয়েটদের মধ্যে এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, দুই উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবিস। বিরোধীদের মধ্যে এগিয়ে আদিত্য ঠাকরে, নানা পাটোলে। পিছিয়ে কংগ্রেসের বালাসাহেব থোরাট, পৃথ্বীরাজ চৌহান।   

সকাল ১০টা ৪৫: মহারাষ্ট্রে বিজেপি একাই ১২৫ আসনে এগিয়ে। শিব সেনা ৫৫, অজিতের এনসিপি ২৫ আসনে এগিয়ে। ধরাশায়ী দশা বিরোধী শিবিরের। বিরোধীদের মধ্যে কংগ্রেস ২২, শিব সেনা উদ্ধব ১৭ এবং শরদ পওয়ার ১৭ আসনে এগিয়ে।  

সকাল ১০টা ৪০: ওয়ানড়ে লক্ষাধিক ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী। 

সকাল ১০টা ৩০: মহারাষ্ট্রে একচেটিয়ে জয়ের দিকে এগোচ্ছে মহাজুটি। ধারে কাছে নেই মহা বিকাশ আঘাড়ি। প্রাথমিক ট্রেন্ডে দুশোর বেশি আসনে এগিয়ে বিজেপি জোট। মহা বিকাশ আঘাড়ি এগিয়ে মাত্র ৭০ আসনে।  

সকাল ১০টা ২৫: নৈহাটি কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনা শেষে ৩৫ হাজার ৩৪৪-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। হাড়োয়ায় তৃতীয় রাউন্ড শেষে ৩৪ হাজার ৪৫২ ভোটে এগিয়ে ঘাসফুল প্রার্থী। 

সকাল ১০টা ২০:  বাঁকুড়ার তালড্যাংরায় দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ৩ হাজার ৩৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিজেপি।

সকাল ১০টা ১৫: মেদিনীপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে  তৃণমূল প্রার্থীর ঝুলিতে ১৬ হাজার ৪ টি ভোট।  বিজেপি প্রার্থী পেয়েছেন ১০ হাজার ১৬৮ টি ভোট।  তৃণমূল প্রার্থী এগিয়ে ৫ হাজার ৮৩৬ ভোটে। 

সকাল ১০টা ১০: দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির হাতে থাকা মাদারিহাটে ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রায় ৬০ হাজার ভোটের লিড নিয়েছে শাসকদলের প্রার্থী। 

সকাল ৯টা ৪৫ মিনিট: রাজ্যের ৬ কেন্দ্রেই ব্যবধান বাড়ছে তৃণমূলের। মাদারিহাটেও ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে লিড ৪০ হাজারের বেশি। একমাত্র তালড্যাংরায় লড়াইয়ে আছে বিজেপি। ওই কেন্দ্রে শাসকদলের লিড ৩ হাজার ৭০০ ভোটে।  

সকাল ৯টা ৩০: প্রাথমিক ট্রেন্ডে মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল মহাজুটি। অনেক পিছিয়ে মহা বিকাশ আঘাড়ি। ঝাড়খণ্ডেও এগিয়ে এনডিএ। 

সকাল ৯টা ২০: ওয়ানড়ের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। দ্বিতীয় স্থানে বিজেপি।  

সকাল ৯টা: প্রাথমিক ট্রেন্ডে বাংলার ৬ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল।  নৈহাটিতে বিপুল ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। মাদারিহাটেও এগিয়ে শাসকদলই। 

সকাল ৮টা ৫৮ মিনিট: প্রায় ১ ঘণ্টার গণনা শেষ। মহারাষ্ট্রে ৯২ আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। কংগ্রেস নেতৃত্বাধীন এমভিএ এগিয়ে ৬০ আসনে। ঝাড়খণ্ডে ৩৪ আসনে এগিয়ে বিজেপি জোট। ১৭ আসনে এগিয়ে ইন্ডিয়া। 

সকাল ৮টা ৪৫ মিনিট: রাজ্যের ৬ কেন্দ্রের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর মাদারিহাটে এগিয়ে তৃণমূল।   

সকাল ৮টা ৩০ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে নৈহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে। 
সকাল ৮টা ১৫:
প্রাথমিক ট্রেন্ডে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই এগিয়ে এনডিএ জোট। তবে সেটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। 

সকাল ৮টা ৫ মিনিট: বাংলার ৬ আসনের উপনির্বাচনেও শুরু ভোটগণনা। মেদিনীপুর, হাড়োয়া, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই এবং নৈহাটিতে চলছে ভোট গণনা। 

সকাল ৮ টা: দুই রাজ্যেই শুরু হল ভোট গণনা। মহারাষ্ট্র ২৮৮ আসন এবং ঝাড়খণ্ডের ৮১ আসনের ভোটগণনা চলছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement