shono
Advertisement
Maharashtra

সন্দেহ কালা জাদুর উপাসক, বৃদ্ধাকে গরম লোহার ছেঁকা, প্রস্রাব খাওয়াল গ্রামবাসীরা

জোর করে বৃদ্ধাকে কুকুরের বিষ্ঠাও খাওয়ানো হয় বলে অভিযোগ।
Published By: Amit Kumar DasPosted: 08:27 PM Jan 18, 2025Updated: 08:27 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালা জাদুর উপাসনা করেন বৃদ্ধা। এই সন্দেহে ৭৭ বছরের বৃদ্ধাকে বেধড়ক মারধরের পাশাপাশি জোর করে মূত্রপান করতে বাধ্য করা হল। এমনকি তাঁকে কুকুরের বিষ্ঠাও খাওয়ানো হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলায়। বৃদ্ধার পুত্র ও পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গতবছর ৩০ ডিসেম্বর। তবে সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। পুলিশের দাবি, ওই দিন নিজের বাড়িতে একাকি বৃদ্ধাকে কালা জাদু করতে দেখেন প্রতিবেশীরা। এর পরই তাঁর উপর হামলা চালানো হয়। তাঁকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারার পাশাপাশি শরীরে গরম রডের ছেঁকা দেওয়া হয়। তবে এখানেই থামেনি হামলাকারীরা। বৃদ্ধার পুত্রের অভিযোগ, রীতিমতো মারধর চালানোর পাশাপাশি তাঁকে জোর করে মূত্রপান ও কুকুরের বিষ্ঠা খাওয়ানো হয়। বাড়িতে ভয়ংকর অত্যাচার চালানোর পর তাঁর গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম।

বৃদ্ধার উপর যেদিন এই অত্যাচার চালানো হয়েছিল তখন বাড়িতে ছিলেন না তাঁর পুত্র ও পুত্রবধূ। ৫ জানুয়ারি বাড়ি ফিরে এই ঘটনার কথা জানতে পারেন তাঁরা। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনায় অমরাবতীর পুলিশ সুপার বিশাল আনন্দ জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছি আমরা। পাশাপাশি স্থানীয় প্রশাসন এই ঘটনা আড়াল করার চেষ্টা করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রশাসনের তরফে কোনও গাফিলতির ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি অপরাধীদের রেহাত করা হবে না বলেও জানান ওই পুলিশ কর্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালা জাদু করার সন্দেহে ৭৭ বছরের বৃদ্ধার উপর নৃশংস অত্যাচার পরিবেশীদের।
  • বেধড়ক মারধরের পাশাপাশি জোর করে মূত্রপান করানো হয় বৃদ্ধাকে।
  • এরপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম।
Advertisement