সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভায় বাংলা নিজের মেয়েকে চেয়েছিল। তেমনই এবার জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন শরিকরা। মমতা নিজেও বলেছেন, শরিকরা চাইলে কলকাতায় বসে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে রাজি। এরপরই সপা, আরজেডির মতো তৃণমূল সুপ্রিমোর স্বপক্ষে সুর চড়িয়েছে শিবসেনার উদ্ধব শিবির। এমনকী, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসও একই দাবি জানিয়েছে। তাঁর হয়ে ব্যাট ধরা সকল রাজনৈতিক দলকে বুধবার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, এতোটা সম্মান দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
বুধবার দিঘায় সাংবাদিকদের প্রশ্নের জবাব মমতা বলেন, "আমাকে এতোটা সম্মান দেওয়ার জন্য সকল নেতৃত্বকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সব রাজনৈতিক দল ভালো কাজ করুক। আমি চাই ইন্ডিয়া জোটও ভালো কাজ করুক। এটাই আমি চাই।"
মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটে শতাব্দী প্রাচীন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন দিল্লির আনাচ কানাচে। বিধানসভা, লোকসভা এমনকী, বাংলায় ছয় উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর জোটের মুখ হিসেবে নতুন করে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে। একদিকে রাজ্যের ৪২টির মধ্যে ২৯টি লোকসভা আসনে জয় পেয়েছে তৃণমূল। বিধানসভায় ২০০-এর উপর আসন তাদের দখলে। বিজেপি-তৃণমূল মুখোমুখি লড়াইয়ে গেরুয়া শিবিরকে মাটি ধয়িয়েছে ঘাসফুল শিবির। তাঁর দেখানো পথে হেঁটে ঝাড়খণ্ড বিজেপির মুখ থেকে ছিনিয়ে নিয়েছেন হেমন্ত সোরেনের দল। এমন পরিস্থিতিতে ‘নিউজ ১৮ বাংলা’কে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজেই জানিয়েছেন, কলকাতায় বসেই ইন্ডিয়া জোট চালাতে প্রস্তুত তিনি। তারপর থেকেই জোটের অন্দরেই কংগ্রেসকে একঘরে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট তৈরির দাবি ক্রমেই জোরালো হচ্ছে।