shono
Advertisement
Sambhal Violation

সম্ভল হিংসায় দাউদ যোগ! গুলিকাণ্ডে গ্রেপ্তার মাফিয়া গ্যাংয়ের সদস্য

সম্ভল হিংসায় দুজনকে গুলি করে খুনের অভিযোগ দাউদ গ্যাংয়ের সদস্য আফরোজের বিরুদ্ধে।
Published By: Amit Kumar DasPosted: 04:49 PM Jan 20, 2025Updated: 04:49 PM Jan 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভল হিংসায় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের যোগ! সম্ভল গুলিকাণ্ডে রবিবারই ১০ জনকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এদের মধ্যেই এক অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সঙ্গে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ পুলিশের দাবি, সম্ভল হিংসায় দুজনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে মোল্লা আফরোজ নামে এই অভিযুক্তের বিরুদ্ধে।

Advertisement

উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে গত বছর নভেম্বর মাসে সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষার কাজে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে হামলা চালায় স্থানীয় জনতা। প্রায় শতিনেক লোক জড়ো হয়েছিলেন মসিজদের সামনে। আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে ইট ও পাথরবৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। যদিও মসজিদের প্রধান বার বার জনতাকে সরে যেতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে জানা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

সেই মামলার তদন্তে নেমে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে ধড়পাকড়। রবিবার আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এই তালিকায় ছিলেন মোল্লা আফরোজ। সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র বলেন, "দুবাইয়ে দাউদ গ্যাংয়ের মাথা শারিক সাত্তার সরাসরি নির্দেশ দিত অভিযুক্ত আফরোজকে। এমনকি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ ছিল অভিযুক্তের। গত ২৪ নভেম্বর যে ঘটনা ঘটেছিল সেখানে দুইজনকে হত্যায় যুক্ত ছিল আফরোজ।" শুধু আফরোজ নয়, তাঁর পুত্র আফজরও এই দাউদ গ্যাংয়ের সঙ্গে যুক্ত। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, ২৪ নভেম্বরের হিংসা যাতে ব্যাপক আকার নেয় তার জন্য আইএসআই ও ডি কোম্পানির নির্দেশে সেদিন এই হত্যাকাণ্ড চালায় অভিযুক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্ভল হিংসায় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের যোগ!
  • সম্ভল গুলিকাণ্ডে রবিবারই ১০ জনকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।
  • অভিযুক্তদের মধ্যে আফরোজের সরাসরি যোগ রয়েছে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সঙ্গে।
Advertisement