সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝগড়ার পরে স্ত্রীকে কুপিয়ে খুন। তারপর দুঃখপ্রকাশ করে ভিডিও শুট করল স্বামী। সেখানেই শেষ নয়। দুঃখপ্রকাশের ভিডিওটি শেয়ার করল অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে পুণেতে।
জানা গিয়েছে, মৃতার নাম জ্যোতি গীতে। বয়স ২৭ বছর। গত বুধবার জ্যোতির সঙ্গে ঝগড়া হয় তাঁর স্বামী শিবদাসের। তর্কাতর্কি চরম পর্যায়ে চলে যেতে বড় কাঁচি নিয়ে স্ত্রীকে আক্রমণ করে শিবদাস। বারবার ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় জ্যোতির গলায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় জ্যোতিকে তাঁরা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা ২৬ বছর বয়সি জ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন।
স্ত্রীর মৃত্যুর পরে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা শুরু হয় ৩৭ বছর বয়সি শিবদাসের মনে। তাই যাবতীয় অপরাধের কথা স্বীকার করে একটি ভিডিও শুট করে। এমন মারাত্মক কাণ্ড ঘটিয়ে সে কতখানি আত্মগ্লানিতে ভুগছে, সেই কথাও বলে ভিডিওতে। তারপর অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেয় ভিডিওটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের অভিযোগে শিবদাসকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ খুনের ঘটনাটি ঘটে। ঝগড়া চলাকালীনই কাঁচি দিয়ে জ্যোতির গলায় কোপ মারে শিবদাস। তার জেরেই মৃত্যু হয়েছে জ্যোতির। তারপর নিজের ফোনে ভিডিও করে দুঃখপ্রকাশ করেছে সে।