shono
Advertisement
Arvind Kejriwal

দিল্লিতে কেজরিওয়ালের উপরে অতর্কিতে হামলা! ধৃত যুবক

আপ কর্মীরা মারধর করেন ওই কর্মীকে।
Published By: Biswadip DeyPosted: 07:55 PM Nov 30, 2024Updated: 08:10 PM Nov 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের কর্মী-সমর্থকদের সঙ্গে পদযাত্রায় বেরিয়ে অতর্কিতে হামলার মুখে অরবিন্দ কেজরিওয়াল। এক যুবক আচমকাই এসে তাঁর মুখে তরল ছোড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন আপের কর্মীরা। মারধরও করা হয় তাঁকে। পরে দেখা গিয়েছে, তিনি যে তরল ছুড়েছিলেন তা জল।

Advertisement

শনিবার দক্ষিণ দিল্লির মালব্যনগর অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করছিলেন কেজরিওয়াল। তাঁকে দেখতে আগ্রহী জনতার ভিড় ছিল পথে। আচমকাই সেখানে হাজির হন এক যুবক। হাতে থাকা গ্লাসের তরল তিনি ছুড়ে মারেন কেজরির মুখে। সঙ্গে সঙ্গে শোরগোল সৃষ্টি হয় এলাকায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখা গিয়েছে ওই যুবককে ধরে মারধর শুরু করেন আপ কর্মীরা। যদিও পরে তাঁকে আটক করে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। কেন তিনি এমন কাজ করলেন তা জানার চেষ্টা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এর কোনও হদিশ মেলেনি। 

কেজরির উপরে এমন হামলা এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে বিজেপির রোষের মুখে পড়েছিলেন তিনি। তাঁর গায়ে কালি ছেটান দুই যুবক। জানা গিয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেখিয়ে পাকিস্তানের মুখ বন্ধ করার আবেদন জানিয়েছিলেন কেজরি। এর ফলেই তিনি ওই গেরুয়া শিবিরের সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলের কর্মী-সমর্থকদের সঙ্গে পদযাত্রায় বেরিয়ে অতর্কিতে হামলার মুখে অরবিন্দ কেজরিওয়াল।
  • এক যুবক আচমকাই এসে তাঁর মুখে তরল ছোড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন আপের কর্মীরা। মারধরও করা হয় তাঁকে।
  • পরে দেখা গিয়েছে, তিনি যে তরল ছুড়েছিলেন তা জল।
Advertisement