shono
Advertisement

ইনিই ভারতের একমাত্র মহিলা কমান্ডো ট্রেনার

দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার-সম্মান রয়েছে তাঁর ঝুলিতে৷ কিন্তু, জীবনের সবচেয়ে বড় পাওনা দেশের সেবা করা৷ The post ইনিই ভারতের একমাত্র মহিলা কমান্ডো ট্রেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 PM Jul 21, 2016Updated: 05:32 PM Jul 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেভেন্থ ডিগ্রি ব্ল্যাক বেল্ট হোল্ডার, কমব্যাট শুটিং ইন্সট্রাক্টর, ফায়ার ফাইটার, স্কুবা ডাইভার, পর্বতারোহণে এইচএমআই মেডেলিস্ট, ডাক্তার, মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্ট, লেখক৷ একাধিক নয়, একই মহিলার ঝুলিতে এতগুলি খেতাব৷ ডঃ সীমা রাও৷ ২০ বছর ধরে ভারতের একমাত্র মহিলা কমান্ডো ট্রেনার৷

Advertisement

প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে যেমন এক মহিলার হাত থাকে, তেমনই ভারতের এই কন্যার সাফল্যের নেপথ্যে রয়েছে এক পুরুষের অবদান৷ সীমার স্বামী মেজর দীপক রাও৷ সীমাকে মার্শাল আর্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই সেনা অফিসারই৷ প্রায় দুই দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের প্রশিক্ষণ দিয়ে আসছেন এই কমান্ডো দম্পতি৷

দেশের নামে জীবন সমর্পিত করার মূল্য কম দিতে হয়নি সীমাকে৷ কখনও মেরদণ্ডে মারাত্মক চোট পেয়ে চলার শক্তি হারিয়েছেন, কখনও বা মাথায় গুরুতর আঘাত পেয়ে লোপ পায় স্মৃতিশক্তি৷ দীপকের সাহায্যেই বারবার ফিরে এসেছেন জীবনের পথে৷ কিন্তু, দমে যাননি আবার কাঁধে তুলে নিয়েছেন ক্লোজ কোয়ার্টার ব্যাটলের জন্য সেনা তৈরির দায়িত্ব৷ দেশের জন্য সবকিছু দেওয়ার তাগিদেই সন্তানের জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেন সীমা৷ পরে দত্তক নেন এক কন্যা সন্তানকে৷

দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার-সম্মান রয়েছে তাঁর ঝুলিতে৷ কিন্তু, জীবনের সবচেয়ে বড় পাওনা দেশের সেবা করা৷ সেই কাজই নিরন্তর করে চলেছেন দুই দশক ধরে৷ ভবিষ্যতেও তাই-ই করে যেতে যান ভারতের এই বীর সেনানি৷

The post ইনিই ভারতের একমাত্র মহিলা কমান্ডো ট্রেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement