সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রের সরকারকে সরাসরি তোপ দেগে মুফতির দাবি, দেশজুড়ে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার।
জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (জেকেপিডিপি) প্রধান মেহবুবা মুফতি দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের জন্য কেন্দ্রীয় সরকারকেই ঘুরিয়ে দায়ি করেছেন। দেশজুড়ে 'বিষাক্ত পরিবেশ' তৈরির অভিযোগ করেন তিনি। শ্রীনগরে এক সভায় ভাষণ দেওয়ার সময় মুফতি অভিযোগ করেন যে কাশ্মীরের যুবকদের 'বিপজ্জনক পথে যাওয়ার' জন্য সরকার দায়ী।
মুফতির মতে, কাশ্মীরের সমস্যাগুলি লাল কেল্লার সামনে 'প্রতিধ্বনিত' হয়েছে। মুফতি বলেন, 'একটি বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে, এবং সেই পরিবেশের জন্যই কাশ্মীরের যুবকরা তাদের পথ থেকে সরে বিপজ্জনক পথ তৈরি করছে।' কাশ্মীরের যুবদের প্রতি তাঁর আহ্বান, 'আমি আবারও যুবদের বলছি তারা যা করছে তা ভুল। এত শিক্ষা লাভের পর এই কাজ করা ভুল।'
সরকারকে তোপ দেগে মুফতির দাবি, 'সরকার কাশ্মীরে বিপর্যয় সৃষ্টি করেছে। তারা কাশ্মীরে নৃশংসতা চালায়। সরকারের উচিত কাশ্মীরে সন্ত্রাসের পরিবেশ বন্ধ করা।' তাঁর অভিযোগ। 'এরা বলে যে কাশ্মীরে সবকিছু ঠিক আছে, কিন্তু কাশ্মীরের সমস্যাগুলি দিল্লির লাল কেল্লার সামনে প্রকাশ পেয়েছে।'
কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে মুফতি বলেন, 'হিন্দু-মুসলিম রাজনীতি করে ভোট পেতে পারেন কিন্তু কোন পথে যাচ্ছে দেশ? দিল্লি কিছু বুঝছে? পদের থেকে অনেক বড় দেশ।'
মুফতির অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রবিন্দ্র রায়না বলেন, 'এটা নিন্দনীয়। তিনি জম্মু ও কাশ্মীরে অস্থির পরিস্থিতি তৈরির করার চেষ্টা করছেন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, তাঁর এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের জন্য অনেক কিছু করেছেন।'
