shono
Advertisement

প্রয়াত কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার

কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি৷ The post প্রয়াত কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Nov 12, 2018Updated: 09:31 AM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চার দশকের রাজনৈতিক জীবনে কখনও ভোটে হারেননি৷ কেন্দ্রে যতবার বিজেপি ক্ষমতায় এসেছে, ততবারই মন্ত্রী হয়েছেন৷ রবিবার গভীর রাতে বেঙ্গালুরুর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোকের ছায়া রাজনৈতিক মহলেও৷

Advertisement

[ ঘুষকাণ্ডের জের, ফের গ্রেপ্তার বিজেপির প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি]

ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি৷ সাতের দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করলেন, তখন ছাত্র সংগঠন এবিভিপি-র তরুণ তুর্কি নেতা অনন্ত কুমার৷ জরুরি অবস্থার বিরোধিতার করায় জেলও যেতে হয়েছিল তাঁকে৷ আরএসএসের ছাত্র সংগঠন থেকে বিজেপিতে যোগ দেন অনন্ত কুমার৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ গত চার দশকে জাতীয় রাজনৈতিক কার্যত দলের মুখ হয়ে ওঠেছিলেন কর্ণাটকের এই নেতা৷ বেঙ্গালুরু থেকে টানা পাঁচবার সাংসদ নির্বাচিত হন অনন্ত কুমার৷ তিন দফায় কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রীও ছিলেন৷ ২০১৪ সালে বিপুল ভোটে জিতে দিল্লিতে সরকার গড়ে বিজেপি৷ যথারীতি মন্ত্রী হন অনন্ত কুমারও৷ তাঁকে সংসদীয় বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

জানা গিয়েছে, কয়েক মাস আগে আচমকাই অসু্স্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার৷ ক্যানসার ধরা পড়ে তাঁর৷ বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল৷ কিন্তু, লাভ হল না৷ রবিবার রাত দেড়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপির এই প্রথমসারির নেতা৷ অনন্ত কুমারের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে৷ শোকপ্রকাশ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

 

 

[ গোয়ায় গো-মাংস নিষিদ্ধ হলেই সুস্থ হবেন পারিকর, চক্রপাণির দাবিতে বিতর্ক]

The post প্রয়াত কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement