shono
Advertisement
Assam

বিজেপিশাসিত অসমে হাসপাতালের ভিতরেই নাবালিকা রোগীকে ধর্ষণ সাফাইকর্মীর! গ্রেপ্তার অভিযুক্ত

গ্রেপ্তার অভিযুক্তের মহিলা সহকারীও।
Published By: Biswadip DeyPosted: 07:00 PM Jan 25, 2025Updated: 08:05 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল অসমে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের জালে অপর অভিযুক্ত মহিলা সাহায্যকারীও। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের ঘটনায় পথে নেমেছিল বিজেপি। এবার সেই বিজেপির শাসনাধীন অসমেই ঘটল এমন ঘটনা।

Advertisement

ঠিক কী অভিযোগ? পুলিশ জানিয়েছে, গত অক্টোবরে প্রথমবার এই হাসপাতালে আসে ১৩ বছরের নির্যাতিতা। তারপর থেকে চিকিৎসার জন্য প্রায়ই তাকে এখানে আসতে হত। অভিযোগ, গত ১৯ জানুয়ারি সে হাসপাতালে এলে তাকে টানতে টানতে শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করে আবদুল রশিদ নামের ওই সাফাইকর্মী। তাকে সহায়তা করে করবী রায় নামের মহিলা সাহায্যকারী।

অভিযুক্তদের নির্যাতিতা চিনত বলেও দাবি পুলিশের। ইতিমধ্যেই তার শারীরিক পরীক্ষা করা হয়েছে পকসো আইন মেনে এবং বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে হাসপাতালের সুপারিটেন্ডেন্ট অভিজিৎ শর্মা দাবি করেছেন, অভিযুক্তরা সরাসরি হাসপাতালের কর্মী নয়। সেই সঙ্গে তিনি জানাচ্ছেন, ওই জায়গার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও বাকি সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তদন্তকারীরা শিগগির চার্জশিট পেশ করবেন বলে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসপাতালের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল অসমে।
  • গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে।
  • পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের জালে অপর অভিযুক্ত মহিলা সাহায্যকারীও।
Advertisement