shono
Advertisement

Breaking News

MK Stalin

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ একঝাঁক দক্ষিণী তারকার বাড়িতে বোমা! হুমকি ইমেলে আতঙ্ক

তামিলনাড়ুর ডিজিপির অফিসে আসে এই হুমকি ইমেল।
Published By: Amit Kumar DasPosted: 12:39 PM Nov 17, 2025Updated: 12:39 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়িতে রাখা আছে বোমা! সম্প্রতি এমনই হুমকি ইমেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়াল। স্ট্যালিনের পাশাপাশি দক্ষিণী তারকা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ঘটনাকে গুরুত্ব দিয়ে চারজনের বাসভবনেই তল্লাশি চালায় তামিলনাড়ু পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে তামিলনাড়ুর ডিজিপির অফিসে একটি ইমেল পাঠানো হয়। যেখানে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তিন অভিনেতা ও অভিনেত্রীর বাড়িতে বোমা রাখা রয়েছে। এহেন ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। চারটি স্থানেই পাঠানো হয় বম্ব স্কোয়াড। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়েছিল কেউ বা কারা। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোথা থেকে এই ইমেল এসেছে তা অনুসন্ধানে পুলিশের তরফে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।

তবে তামিলনাড়ুতে এই ঘটনা প্রথমবার নয়, গত সপ্তাহে চেন্নাইয়ের ইঞ্জামবাক্কামে অভিনেতা অজিত কুমারের বাসভবনে বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেল এসেছিল। সেবারও তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আর এক দক্ষিণী তারকা অরুণ বিজয়ও একইরকম হুমকি পেয়েছিলেন। গত অক্টোবর মাসে সুরকার ইলাইয়ারাজার টি নগর স্টুডিওতেও বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেল আসে। এবার খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে বোমাতঙ্কে নড়েচড়ে বসল তামিলনাড়ু পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়িতে রাখা আছে বোমা!
  • সম্প্রতি এমনই হুমকি ইমেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়াল।
  • স্ট্যালিনের পাশাপাশি দক্ষিণী তারকা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
Advertisement