shono
Advertisement
MK Stalin

বাংলাকে অনুকরণ, এবার স্ট্যালিনের তামিলনাড়ুতে শুরু 'আমাদের পাড়া-আমাদের সমাধান'

বুথ স্তরেই সমস্যা সমাধানে জোর।
Published By: Subhajit MandalPosted: 02:07 PM Oct 11, 2025Updated: 02:07 PM Oct 11, 2025

স্টাফ রিপোর্টার: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পকে অনুকরণ করে দেশের অন্যান্য রাজ্যে প্রকল্প চালু হয়েছে। এটা নতুন কোনও ঘটনা নয়। এবার তামিলনাড়ুর ডিএমকে সরকার নকল করল মমতার প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান'-এর। দক্ষিণের রাজ্যটিতে শুরু হচ্ছে 'নাম্মা উরু, নাম্মা আরাসু' নামের প্রকল্প।

Advertisement

কিছুদিন আগে বাংলায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পটি মমতা গ্রহণ করেন। তাঁর এই অভিনব প্রকল্পে বুথ স্তরে গিয়ে হাজির হন সরকারি কর্তারা। সেখানেই পাড়ার মানুষ এসে তাঁদের নানা সমস্যার কথা জানান। বুথ স্তরেই সেসব সমাধান হয়ে যায়। বাংলায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে ইতিমধ্যে মোট ২৮ হাজার শিবিরে ২ কোটির বেশি মানুষ পরিষেবা গ্রহণ করেছেন। এই প্রকল্পে প্রতি বুথ পিছু মমতা ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন।

মমতার প্রকল্পকে অনুকরণ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন 'নাম্মা উরু, নাম্মা আরাসু' নামে প্রকল্প চালু করছেন। শনিবার থেকে তামিলনাডুতে প্রকল্প চালু হবে। এদিন একযোগে ১০ হাজার গ্রামসভায় একযোগে ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তারপর প্রতিটি পঞ্চায়েত এলাকার গ্রামসভাকে ৩টি করে প্রাথমিক ইস্যু বাছতে বলা হবে। সেই সমস্যাগুলির আগে সমাধান করা হবে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুক্রবার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেগুলোই অন্য রাজ্য নকল করে নিচ্ছে। বাংলা আজ যা ভাবছে সারা দেশ সেটা তারপরে ভাবছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পকে অনুকরণ করে দেশের অন্যান্য রাজ্যে প্রকল্প চালু হয়েছে।
  • এবার তামিলনাড়ুর ডিএমকে সরকার নকল করল মমতার প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান'-এর।
  • দক্ষিণের রাজ্যটিতে শুরু হচ্ছে 'নাম্মা উরু, নাম্মা আরাসু' নামের প্রকল্প।
Advertisement