সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পাশাপাশি আর যে রাজ্যগুলিতে এই মুহূর্তে SIR প্রক্রিয়া চলছে সেগুলির মধ্যে অন্যতম তামিলনাড়ু। বাংলা ছাড়া আর যে রাজ্যে শাসকদল এই বিশেষ নিবিড় সংশোধনের প্রবল বিরোধিতা করছে সেটাও তামিলনাড়ু। দ্রাবিড়ভূমের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মনে করছেন, এই SIR আসলে বিজেপির টুলকিট। ঘুরপথে ডিএমকের সরকার ফেলার জন্য এটাকে ব্যবহার করছে বিজেপি।
স্ট্যালিনের কথায়, "আদর্শগত জায়গা থেকে বা রাজনৈতিক ভাবে ওরা ডিএমকে-কে হারাতে পারবে না। পারছে না। তাই ঘুরপথে SIR-এর মতো পদক্ষেপ করা হয়েছে। এটা আসলে ঘুরপথে সরকার ফেলার ষড়যন্ত্র। ডিএমকের বিরুদ্ধে ষড়যন্ত্র। তামিলনাড়ুর বিরুদ্ধে ষড়যন্ত্র।" একই সঙ্গে ডিএমকে সুপ্রিমোর হুঙ্কার, এভাবে ডিএমকে-কে হারানো যাবে না। দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন, কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, যে কোনও অবৈধ ভোটার যেন তালিকায় নাম তুলতে না পারেন।
মমতার সঙ্গে স্ট্যালিনের সখ্য জাতীয় রাজনীতিতে সর্বজনবিদিত। বিজেপি বিরোধিতা দুই দলকে আরও কাছে এনেছে। তাই মমতার সুরেই যে স্ট্যালিন বিজেপির বিরোধিতা করছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। বলে রাখা দরকার, আগামী বছর বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। বাংলায় যেমন বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু। তামিলনাড়ুতেও ইস্যু হতে পারে শ্রীলঙ্কার তামিলদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ। কোনও ভোটারের নাম বাদ গেলে সেটাকে হাতিয়ার করে তামিল আবেগ উসকে ফের ভোট বৈতরণী পার করে দিতে পারেন স্ট্যালিন। সেই চেষ্টাই তিনি করছেন।
